এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “জড়িত পুলিশ, ইন্ধন ভাইপোর” নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিস্ফোরক শমীক

“জড়িত পুলিশ, ইন্ধন ভাইপোর” নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় বিস্ফোরক শমীক


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার জেরে। এই হামলার ঘটনায় বিজেপি অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল শিবিরের দিকে। পাশাপাশি বিজেপি ছাড়াও এবার সিপিএমও মুখ খুলল তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের বিরোধী শিবিরের উপরে তৃণমূল যে বরাবরই বাধা সৃষ্টি করে, সে কথা জোর গলায় জানালেন এদিন সিপিএম এর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদক তথা ডায়মন্ডহারবারের প্রাক্তন সাংসদ শমীক লাহিড়ী। এদিন শমীক লাহিড়ী সংবাদমাধ্যমে জানিয়েছেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

তাই সেই কেন্দ্রে বিরোধীরা কোনরকম কর্মসূচি করতে পারেনা। এখানে পুলিশের সাথে তৃণমূলের গুন্ডারা একযোগে বিরোধীদের ওপর হামলা চালায় বলে তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন জে পি নাড্ডার ওপর হামলার প্রসঙ্গে। প্রসঙ্গত, মেটিয়াবুরুজ, মহেশতলা, বজবজ, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ড হারবার নিয়ে এই লোকসভা কেন্দ্রটি। সবকটি কেন্দ্রেই তৃণমূলের বিধায়ক, এবং সাংসদ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সিপিএমের শমীক লাহিড়ী এই ডায়মন্ডহারবার কেন্দ্রে 1996 থেকে 2009 সাল পর্যন্ত সিপিএম সাংসদ ছিলেন। এদিন শমীক লাহিড়ী জানিয়েছেন, সিপিএমের কর্মসূচিতেও হামলা হয়েছে। সম্প্রতি সুজন চক্রবর্তীসহ কুড়ি বাইশটি বাসের ওপর হামলা হয়েছিল বলে তিনি জানান।

তারও আগে সিপিএমের তরফ থেকে যখন সরিষায় পুলিশি অনুমতি নিয়ে সভা হবার ছিল। সেই সভাতেও হামলা চালানো হয়। স্টেজ ও মাইক ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন শমীক লাহিড়ী। এর পরেই তিনি বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি স্পষ্ট জানান, ফলতা এলাকায় অলিখিত নির্দেশ জারি আছে যে সেখানে বিরোধীরা কেউ প্রচার চালাতে পারবে না। এবং শমিক লাহিড়ী তাঁর অভিযোগের আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি স্পষ্ট ভাষাতেই জানান, পুলিশ এবং ভাইপোর একযোগে তৃণমূলের গুন্ডা এই অত্যাচার চালাচ্ছে। পাশাপাশি শমীক লাহিড়ী অভিযোগ করেছেন, ডায়মন্ডহারবার কেন্দ্রে নিত্যদিন গণতন্ত্রের হত্যা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোন রাজনৈতিক দলকে ওই এলাকায় কাজ করতে দেওয়া হয়না। পাশাপাশি তিনি বিজেপির বিরুদ্ধেও মুখ খোলেন। তিনি জানান, আজকে যারা বিজেপির ওপর হামলা চালিয়েছে কালকে তাঁরাই বাঁচার জন্য বিজেপিতে গিয়ে যোগ দেবেন। এর পরেই তিনি বলেন, তৃণমূল এবং বিজেপি দলের কেউই গণতন্ত্র মানেনা, মানুষের গণতান্ত্রিক অধিকার এরা মানেনা। এর সাথেই শমীক লাহিড়ী জানান, সিপিএম লড়াই চালাচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দিতে। প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে জে পি নাড্ডার সভা ঘিরে বিজেপির পতাকা লাগানোর সময় সকালেই বিজেপি কর্মীদের ওপর দুষ্কৃতী হামলা চালায় বলে জানা যাচ্ছে।

আর সন্ধ্যেবেলা ডায়মন্ডহারবারের পথে জে পি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা তো সবার জানা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কনভয়ের ওপর হামলার ঘটনাটিকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছেন, ঠিক পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। রাজ্যের বিরোধী দলগুলি এই মুহূর্তে রাজ্যজুড়ে তৃণমূল গুন্ডারাজ চালাচ্ছে বলে ব্যাপকভাবে অভিযোগ জানিয়েছে।

সূত্রের খবর, জে পি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছ থেকে। তবে সিপিএম নেতা শমীক লাহিড়ী যেভাবে এই ঘটনার জেরে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিপিএম নেতা শমীক লাহিড়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!