এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যশের আবহে দুর্নীতি সহ একাধিক বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

যশের আবহে দুর্নীতি সহ একাধিক বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর আম্ফান ঝড়ের সময় ত্রাণকাজে দুর্নীতি, দলবাজি, প্রশাসনিক কার্যকলাপ সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে অভিযুক্ত করেছিল প্রধান বিরোধী দল বিজেপি। এবার যশ ঝড়ের আবহেও একাধিক বিষয়ে রাজ্য সরকারকে অভিযুক্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন, এখনো পর্যন্ত বেশ কিছু স্থানে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও সেবা পৌঁছে দেয় নি প্রশাসন। আশ্রয় শিবির থেকে বের করে দেওয়া হয়েছে বিজেপির কর্মী, সমর্থকদের। কেন্দ্র থেকে টাকা পাঠানো হলেও পাকা বাঁধ নির্মাণ করা হয়নি।

তবে, দিলীপ ঘোষের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিজেপি নেতারা ঘরে বসে অভিযোগ না করে রাস্তায় নেমে আসুন। পরিস্থিতির ভয়াবহতা নিজেরাই তাঁরা দেখুন। মানুষ তাঁদের আগেই বর্জন করে দিয়েছেন। এখন এই সমস্ত অর্থহীন কথা তাঁদের মুখে বেমানান।

প্রসঙ্গত, গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, হাওড়া জেলার বেশ কিছু এলাকা, দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকা, উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায় মানুষের অধিক ক্ষতি হয়েছে। এখনও সুন্দরবন এলাকায় প্লাবন রয়েছে। কিন্তু মানুষের কাছে সেবা বা ত্রাণ দিতে কেউ এসে পৌঁছয় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানিয়েছেন, বিজেপির নেতা, কর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ঝড় আসার আগে স্থানীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও দলবাজি করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বেশ কিছু এলাকায় আশ্রয় শিবির থেকে বের করে দেওয়া হয়েছে বিজেপির কর্মী ও সমর্থকদের। ত্রাণের ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয়, তার আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, আইলা ঝড়ের পর যে টাকা এসেছিল কেন্দ্রের পক্ষ থেকে সে টাকা দিয়ে পাকা বাঁধ নির্মাণ করার কথা ছিল। কিন্তু তা কেন হয়নি? তা তিনি জানেন না। দ্রুত পাকা বাঁধ নির্মাণের দাবি করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, শাসক দলের নেতাদের মদতে সুন্দরী গাছের জঙ্গল কেটে ভেরি তৈরীর কাজ চলছে। তা বন্ধ করা প্রয়োজন। তা বন্ধ না করলে সুন্দরবনকে বাৎসরিক দুর্যোগের হাত থেকে রক্ষা করা যাবে না।

ঝড়ের পটভূমিতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যদান প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, কেন্দ্র রাজ্যকে সাহায্য করুক। কিন্তু রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের যে তালিকা কেন্দ্রের কাছে পাঠাবে, সরাসরি তাদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়ার ব্যবস্থা করা হোক। তিনি দাবি করেছেন, যে সমস্ত মানুষকে সরকারিভাবে অর্থসাহায্য দেয়া হবে। স্বচ্ছতার উদ্দেশ্যে তাদের নামের তালিকা ব্লক, পঞ্চায়েত অফিসে টাঙিয়ে দেয়া হোক।

তবে, বিজেপির রাজ্য সভাপতির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ বিষয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের বক্তব্য, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে বিজেপি নেতাদের দেখা যায়নি। এই দুর্যোগে রাস্তায় বেরিয়ে তাঁরা দেখুন ঘূর্ণিঝড়ে কি হয়েছে? ঘরে বসে রাজনীতি না করে সরকারের কাজে সহযোগিতা করুন বিজেপি নেতারা। তিনি আরও জানিয়েছেন যে, আম্ফানের সময়ে এক পয়সাও যারা সাহায্য করেন নি, তাদের মুখে এসব কথা শুনবেন না মানুষ। নির্বাচনে মানুষ বিজেপিকে বর্জন করেছেন। এখন তাঁদের মুখে এই সমস্ত অর্থহীন কথা আর মানায় না।

প্রসঙ্গত, আমফান ঝড়ের পর বেশ কিছু বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে অভিযুক্ত করেছে বিজেপি সহ একাধিক বিরোধী শিবির। ত্রাণের অর্থে যথেষ্ট অসঙ্গতি ও দুর্নীতি হয়েছে বলেও একাধিক অভিযোগ করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। এবার যশ ঝড়ের পরও রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার যেন ত্রাণের টাকায় দুর্নীতি না হয়, তার দাবি জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!