এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “যাতে পুরো লকডাউন না করে করোনা আটকানো যায় সেই চেষ্টা করতে হবে।” – লকডাউন প্রসঙ্গে অভিমত বিজেপির রাজ্য সভাপতির।

“যাতে পুরো লকডাউন না করে করোনা আটকানো যায় সেই চেষ্টা করতে হবে।” – লকডাউন প্রসঙ্গে অভিমত বিজেপির রাজ্য সভাপতির।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ভোট গণনার ঠিক একদিন আগে গণমাধ্যমের মুখোমুখি হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে রাজনীতির প্রসঙ্গ ছাড়াও লকডাউন বিষয়েও বেশ কিছু বক্তব্য রেখেছেন তিনি। আজ থেকে রাজ্যে বাজার, দোকান সাময়িক বন্ধ রাখা ও বেশ কিছু বিষয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। রাজ্যে আংশিক লকডাউন এর মত একটা পরিবেশ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, পুরো লকডাউন না করে যাতে করোনা মোকাবেলা করা যায়। সে চেষ্টাই করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, পুরো লকডাউন না করে যাতে করোনার মোকাবিলা করা যায়, সেই চেষ্টা করতে হবে। কারণ লকডাউন হলে সাধারণ মানুষের কষ্ট হয়, দেশের অর্থনীতি মার খায়, দেশের অনেক ক্ষতি হয়। সমস্ত সরকারেরই একটা চেষ্টা আছে যে, পুরো লকডাউন না করে আংশিক লকডাউন করে যাতে করোনা আটকানো যায়। তার জন্য যে ব্যবস্থা করতে হবে, সে বিষয়ে ভাবছেন বিশেষজ্ঞরা।

দিলীপ ঘোষ জানান, সাধারণ মানুষের কথা ভাবা প্রয়োজন। সম্পূর্ণ সহযোগিতা করা উচিত, যাতে আরো কঠিন পরিস্থিতির মধ্যে না যাবার প্রয়োজন হয়। অন্যদিকে, আজ করোনার ভ্যাকসিন নিয়েছেন দিলীপ ঘোষ। ভ্যাকসিন নেওয়ার মুহূর্তটি ফেসবুকে তুলে ধরলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন, করোনার সঙ্গে লড়াইতে নিজের শরীরের প্রতিরোধ গড়ে তোলার জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি। সকলকে ভ্যাকসিন নেবার অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর কথায়, করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত লড়াইয়ে অবশ্যই জয় লাভ হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!