এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় পতাকা বা তেরঙ্গা প্রতিটি ভারতীয়ের গর্ব, জানেন কি এর পেছনে কতো অজানা তথ্য লুকিয়ে আছে?

জাতীয় পতাকা বা তেরঙ্গা প্রতিটি ভারতীয়ের গর্ব, জানেন কি এর পেছনে কতো অজানা তথ্য লুকিয়ে আছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জাতীয় পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই তেরঙ্গার জন্য প্রতিনিয়ত আমাদের কতো শত জওয়ান শহীদ হন, কতো বিপ্লবী রক্ত ঝরিয়েছেন। প্রতি ১৫ই আগস্টে স্বাধীনতা দিবসে আমরা আমরা আমাদের জাতীয় পতাকা উত্তলিত করি। কিন্তু আমরা কী জানি আমাদের এই জাতীয় পতাকাকে ঘিরে আছে কতো অজানা কথা! আসুন, আজ জেনে নিই এমনই ১০টি অজানা তথ্য আমাদের জাতীয় পতাকা সম্পর্কে, যা আমাদের বিস্মিত করে।

১) অন্ধ্রপ্রদেশের একজন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন।

২) ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের কিছুদিন আগে ২২শে জুলাই ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়।

 

৩)পতাকার একদম উপরে থাকে গেরুয়া। গেরুয়া রং ত্যাগের এর প্রতীক। মাঝখানে থাকা সাদা রং সত্য ও শান্তির প্রতীক। সবুজ রং সমৃদ্ধির প্রতীক।
সাদার মাঝে থাকা চরকা, প্রগতির ওভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবনের প্রতীক।

৪) ১৯০৬ সালে ৭ই আগস্ট প্রথম কলকাতার পার্শিবাগান স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৫) জাতীয় পতাকা তৈরি হয়েছে খাদি কাপড় দিয়ে।

৬) পতাকা তৈরির বিষয়টি দেখাশোনা করেন খাদি ডেভেলপমেন্ট এন্ড ইন্ডাস্ট্রি কমিশন।

৭) ১৯৫৩ সালে ২৯শে মে ভারতের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টে তেনজিং নোরগে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন।

 

৮) ২০০২ সালের আগে শুধুমাত্র স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস ছাড়া ভারতবাসীরা জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম আইনে বলা ছিল না। ২০০২ সালে আইনে বলা হয়, ভারতবাসী যে কোন দিনে যে কোনো সময় পতাকা উত্তোলন করতে পারবেন।

৯) ফ্ল্যাগ কোড অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলনের সময় সকাল বেলা। এই জাতীয় পতাকার উপরে অন্য কোন চিহ্ন কোনো ভাবেই রাখা যাবে না।

১০)কেবলমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরাজ্যপাল ও লেফট্যানেন্ট গভর্নরগণ, মুখ্যমন্ত্রীগণ, ক্যাবিনেট মন্ত্রীগণ ও ভারতীয় সংসদ ও রাজ্য বিধানসভার জুনিয়র ক্যাবিনেট সদস্যগণ, লোকসভাও রাজ্য বিধানসভার অধ্যক্ষগণ, রাজ্যসভা ও রাজ্য বিধানপরিষদের চেয়ারম্যানগণ, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ এবং সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর আধিকারিকবৃন্দই নিজেদের যানবাহনে জাতীয় পতাকা উড্ডয়নের অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!