এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় রাজনীতিতে বড় পদক্ষেপ তৃণমূলের ! অসম গিয়েই বিরাট ঘোষণা অভিষেকের !

জাতীয় রাজনীতিতে বড় পদক্ষেপ তৃণমূলের ! অসম গিয়েই বিরাট ঘোষণা অভিষেকের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ইতিমধ্যেই গোয়া এবং ত্রিপুরায় পা রেখেছে তৃণমূল যদিও  এই দুই রাজ্যে সাফল্য না পেলেও দুই রাজ্যে সংগঠন বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস । তবে এবার তৃণমূল কংগ্রেসকে জাতীয় স্তরে সাফল্য পাইয়ে দিতে দিন রাত পরিশ্রম করে চলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই লক্ষ্যেই বুধবার অসমে গেলেন তিনি ।

এদিন অমের মাটি থকে তিনি জানান যে  তৃণমূলকে আরও শক্তিশালী করা তাঁর লক্ষ্য। এদিন গুয়াহাটিতে দলীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিক বৈঠক তিনি বলেন, ”দল আমাকে সাধারণ সম্পাদক করেছে। তৃণমূলকে শক্তিশালী করাই আমার কাজ। আমার একটাই লক্ষ্য দশটি রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় আনা।”

সাথে  অসমের বিজেপি সরকারকে আক্রমণ করতেও তিনি পিছু হটেননি । অসমের বিজেপি সরকারকে দেশের লাগামহীন পেট্রপণ্য সহ জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র কটাক্ষ করে জানান  ”৪০০ টাকার রান্নার গ্যাস দাম ১০০০ টাকা হয়ে গিয়েছে। পেট্রল-ডিজেলের দাম সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে। ডবল ইঞ্জিন সরকার অসমে কী করছে? সিএএ, এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কুলুপ কেন? যত ক্ষণ অসমে তৃণমূল কংগ্রেস না জিতবে তত ক্ষণ লড়াই চালিয়ে যাবে।” একই সঙ্গে বলেন, ”অসমকে দিল্লি নিয়ন্ত্রণ করবে না, অসমের মানুষ অসম শাসন করবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!