এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় স্তরে মমতার উল্লেখযোগ্য বার্তা, এবার বাংলা ছাড়িয়ে ভিনরাজ্যে যাবার ইচ্ছা

জাতীয় স্তরে মমতার উল্লেখযোগ্য বার্তা, এবার বাংলা ছাড়িয়ে ভিনরাজ্যে যাবার ইচ্ছা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তীকাল থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন এবার সর্বভারতীয় স্তরে তৃণমূল সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে। দেখা যাচ্ছে, ঠিক সেভাবেই এগোচ্ছে তৃণমূল। নজরে এসেছে ত্রিপুরায় তৃণমূলের একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড। পাশাপাশি ত্রিপুরার পুর নির্বাচনেই প্রথমবার তৃণমূল অংশগ্রহণ করছে। অন্যদিকে গোয়াতেও কিন্তু তৃণমূলের উত্থান দেখা গিয়েছে। ইতিমধ্যেই সেখানে কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়েছে তৃণমূল।

বর্তমানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে তৃণমূলে যোগ দিয়েছেন দুই হেভিওয়েট নেতা- একদিকে প্রাক্তন বিশ্বকাপ খেলোয়াড় তথা প্রাক্তন বিজেপি সাংসদ ও বর্তমান কংগ্রেস নেতা কীর্তি আজাদ এবং আরেক হেভিওয়েট কংগ্রেস নেতা অশোক তানওয়ার। তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করলেন তার মনের ইচ্ছা। তিনি যে দ্রুত পাঞ্জাব এবং হরিয়ানায় যেতে চান তা জানান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা মনে করছেন, এবার তৃণমূল হরিয়ানা ও পাঞ্জাবেও ধীরে ধীরে নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারের কাজে নামবে। আর তারই সূত্রপাত হলো আজ দিল্লিতে। মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের দলে স্বাগত জানিয়ে বাইরে দাঁড়ানো জনতার উদ্দেশ্যে জানান, দেশের মঙ্গলের জন্য বিজেপিকে হারানোর মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য। একইসাথে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব রাজ্যকে সঙ্গে নিয়ে তিনি এগোতে চাইছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর লক্ষ্য 2024 এর লোকসভা নির্বাচন এবং দেশের মসনদ থেকে মোদি শাসনের অবসান।

তবে এক্ষেত্রে সর্বভারতীয় স্তরে তৃণমূল আগেই কংগ্রেসের সাথে একজোট হয়ে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিল। অনেকে বলছেন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর সম্পর্ক ভাল হলেও কিন্তু প্রশ্ন উঠছে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। আর এই পরিস্থিতিতে যখন একের পর এক যোগদান পর্ব চলছে সর্বভারতীয় স্তরে, খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উল্লেখযোগ্যভাবে জাতীয় রাজনীতিতে অন্যতম মুখ হয়ে উঠছেন। আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!