এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় স্তরের লড়াইতে এবার বড়ো পদক্ষেপ তৃণমূলের, লক্ষ্য গেরুয়া শিবিরের পতন

জাতীয় স্তরের লড়াইতে এবার বড়ো পদক্ষেপ তৃণমূলের, লক্ষ্য গেরুয়া শিবিরের পতন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ হতেই বোঝা গিয়েছিল রাজ্য রাজনীতিতে তৃণমূলের কাছে গো হারান হেরে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ বাংলা দখলের লক্ষ্যে রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছোট-বড় প্রায় সবাই বাংলায় প্রচার চালিয়েছেন। এই অবস্থায় তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে বাংলায়। এবার তৃণমূল সুপ্রীমোর পরবর্তী লক্ষ্য যে 2024 এর লোকসভা নির্বাচন সে বিষয়ে কোনো সন্দেহের জায়গা নেই। ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের কার্যকলাপে তার যথেষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। আর এবার তৃণমূলের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের আগে বড়োসড়ো পদক্ষেপ গ্রহণ করা হলো।

যা নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কার্যত উত্তরপ্রদেশের একাধিক কার্যালয় খুলল এবার এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা উল্লেখযোগ্য এই কারণে যে আগামী বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। জোরদার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সেখানে গেরুয়া শিবির। আর তার মাঝেই তৃণমূল যেভাবে ঘাঁটি গাড়ছে উত্তরপ্রদেশে, তা নিয়ে কিন্তু চাঞ্চল্য রাজনৈতিক মহলে। সূত্রের খবর, উত্তরপ্রদেশের বরেলি, মোরাদাবাদ, আলীগড়, আগ্রা, গোরক্ষপুর, আজমগড়, বারাণসি, মির্জাপুর, এলাহাবাদে দলীয় অফিস খোলা হয়েছে। অবশ্য লখনৌতে দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় রয়েছে।

এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের তৃণমূল নেতারা জানিয়েছেন, উৎসাহিত কর্মীরাই দলীয় কার্যালয় খুলেছে। কার্যত বাংলায় বিজেপি হেরে যাওয়ার পর উত্তরপ্রদেশেও বিজেপিকে হারানোর যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। আর তাই সেই উৎসাহকে আরেকটু চাগাড় দিতে দলীয় কার্যালয় খোলা হল তৃণমূলের পক্ষ থেকে। 2024 এর লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে তৃণমূল কংগ্রেস। কার্যত বাংলার বিধানসভার নির্বাচনের হাত ধরে সূত্রপাত হয়েছে মোদি বনাম মমতার লড়াই। এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মোদি বিরোধী মুখ হিসেবে যথেষ্ট পরিচিত হয়েছেন। অন্যদিকে শুধু দলীয় কার্যালয় খুলেই নয়, সোশ্যাল মিডিয়াতেও অতি সক্রিয় হয়ে উঠেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই ত্রিপুরা, আসাম, মণিপুর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যার জন্য একটি করে সোশ্যাল মিডিয়া সেল তৈরি করা হয়েছে। প্রায় প্রত্যেক দিনই বিজেপি বিরোধী নানা ইস্যুতে একাধিক পোস্ট করা হচ্ছে এইসব গ্রুপের পক্ষ থেকে। দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে একাধিক পেজ খোলা হয়েছে তৃণমূল সংগঠনের পক্ষ থেকে। যার অনেকাংশ সম্পর্কে অবগত নন দলের শীর্ষ নেতারাও। এইসব পেজ থেকে ক্রমাগত তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তাঁর আমলের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে যেমন প্রশংসা করা হচ্ছে, ঠিক সেভাবেই ঢালাও প্রচার চলছে।

অয়দিকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হচ্ছে। কার্যত 2024 এর লোকসভা নির্বাচন ধীরে ধীরে তৃণমূল শিবিরের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে গেরুয়া শিবিরের বিরুদ্ধে লড়াই একা করলে তৃণমূল কতটা সফল হবে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে রাজ্যজুড়ে একাধিক দলীয় অফিস খোলা হল, তা থেকে ইতিমধ্যেই গেরুয়া রাজত্বে থাবা বসাতে তৃণমূল প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!