এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জাতীয় স্তরে প্রাধান্য পেতে কি বাংলায় মমতা শাসন মেনে নেবে কংগ্রেস? চাপের মুখে অধীর-মান্নানরা!

জাতীয় স্তরে প্রাধান্য পেতে কি বাংলায় মমতা শাসন মেনে নেবে কংগ্রেস? চাপের মুখে অধীর-মান্নানরা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাধিক বিরোধিতা করে যে বাংলায় ফলাফল খুব একটা ভালো হয়নি, তা 2021 সালে বিধানসভা নির্বাচন বুঝিয়ে দিয়েছে কংগ্রেসকে। এই প্রথম রাজ্য বিধানসভায় কোনো প্রতিনিধি পাঠাতে পারেনি তারা। কার্যত শূন্য হয়ে গিয়েছে হাত শিবির। একই অবস্থা বামেদের। আর এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভায় তৃণমূলের মুখোমুখি প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে এসেছে ভারতীয় জনতা পার্টি। তবে সামনেই 2024 এর লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরে জোট গঠনের জন্য কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে বাংলার প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক খুব একটা ভালো নয়। সেদিক থেকে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট গঠন করতে হলে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা বজায় রাখতে হবে প্রদেশ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী এই সমস্ত নেতারা হাইকমান্ডের পক্ষ থেকে নির্দেশ দিলেও, কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা বজায় রাখতে সক্ষম হবেন, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

বিশেষজ্ঞরা বলছেন, যদি কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে বাংলার কংগ্রেস নেতাদের কাছে নির্দেশ আসে তৃণমূলের সঙ্গে সখ্যতা বজায় রাখার, সেক্ষেত্রে তারা হয়ত বা সেই চেষ্টা করতে পারে। কিন্তু বর্তমানে প্রদেশ কংগ্রেসের যা অবস্থা, তাতে বাংলায় তাদের সংগঠন কার্যত ভেঙে পড়েছে। তাই তৃণমূলের সঙ্গে জোট গঠন করতে হলে 2024 এর লোকসভা নির্বাচনে তৃণমূলের চাপ দিয়ে খুব একটা বেশি আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা থাকলেও, তা করতে পারবে না কংগ্রেস। এক্ষেত্রে তৃণমূলের আধিপত্য এবং ক্ষমতা তাদেরকে মেনে চলতে হবে। কেননা বাংলায় তৃণমূল কংগ্রেসের ব্যাপক শক্তি রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

তাই সেদিক থেকে তৃণমূলের সঙ্গে যদি বাংলার প্রদেশ কংগ্রেসকে জোট করতে হয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাহলে তৃণমূল যে কয়টি আসন দেবে, সে কয়টি আসনেই তাদেরকে প্রার্থী দিতে হবে। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। সেদিক থেকে কট্টর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরোধী অধীর রঞ্জন চৌধুরীরা আদৌ কি তৃণমূলের এই শর্ত মেনে নেবেন! আর যদি তারা তা মেনে না নেয়, তাহলে হাইকমান্ডের সিদ্ধান্ত অনুসারে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সখ্যতা নাও হতে পারে। আর বাংলায় যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট না হয়, তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেও, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সখ্যতা কতটা সম্ভব, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

পর্যবেক্ষকদের মতে, সেদিক থেকে তৃণমূল নেত্রী বারবার কংগ্রেসকে নিয়ে বৃহত্তর বিজেপি বিরোধী জোট গঠনের বার্তা দিলেও, বাংলার প্রদেশ কংগ্রেস কি সিদ্ধান্ত নেয়, তার ওপরেই নির্ভর করছে তৃণমূল এবং কংগ্রেসের সম্পর্ক‌‌। কেননা বাংলার শাসক দলের ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গোটা দেশে নির্ণায়ক শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে তারা। কংগ্রেসের হাইকমান্ডের পক্ষ থেকে হয়ত বা তৃণমূল নেত্রীর সেই শর্ত মেনে নেওয়া হবে। কিন্তু বাংলার প্রদেশ কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই শর্ত মেনে না নেয়, তাহলে তাদের জন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বৃহত্তর জোট গঠনের ইচ্ছা ভেস্তে যেতে পারে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!