“যাত্রাপালায় যোগ দিয়েই বিখ্যাত হবেন” কার উদ্দেশ্যে এমন মন্তব্য হুমায়ুনের? জানলে চমকে যাবেন! টেকনোলজি রাজনীতি রাজ্য March 26, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেলগাছিয়ায় গিয়ে পুলিশি হেনস্থার শিকার হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তাকে আহত হতে হয় বলে অভিযোগ। এমনকি তার রক্তপাত হয়েছে বলেও দাবি করেন শুভেন্দুবাবু। আর তার সেই বক্তব্য নিয়েই এবার পাল্টা কটাক্ষ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে হুমায়ুন কবীরকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “একজন এসআই নাকি ওনাকে আঘাত করেছেন! আপনারা কি দেখেছেন, আমি জানি না। কিন্তু আমি তো ওনার সাদা শরীরে রক্তের রং তো লাল হয়, আমি সেরকম কিছু দেখতে পেলাম না। ২৬ এর পরে উনি যাত্রাপালায় জয়েন করবেন। ওই দিক থেকেই উনি বিখ্যাত হবেন।” আপনার মতামত জানান -