এখন পড়ছেন
হোম > জাতীয় > যে কোন মুহূর্তে খুন হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! NIA-এর হাতে আসা চিঠি ঘিরে রহস্য!

যে কোন মুহূর্তে খুন হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! NIA-এর হাতে আসা চিঠি ঘিরে রহস্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বৃহস্পতিবার রহস্যজনক ভাবে সোশ্যাল মিডিয়া টুইটারে প্রধানমন্ত্রীর ওয়েবসাইট ‘narendramodi_in’ হ্যাক হয়ে যায়। আর এর পরেই প্রধানমন্ত্রীর মোবাইল অ্যাপের ওয়েবসাইটও হ্যাক হয়। এরপরে এই দুই সাইডের হ্যাকাররা COVID-19 ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর কাছে এক মোটা অংকের অনুদানের দাবি জানায়। ক্রিপ্টো কয়েনের দ্বারা প্রধানমন্ত্রীকে পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডে এই অর্থ পাঠানোর দাবি জানায় হ্যাকারেরা। এই ঘটনার কিছুক্ষণ পরেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ প্রধানমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া ইমেল উদ্ধার করে। যা নিয়ে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য।

গতকাল রাতেন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এএনআই এর হাতে দুটি মেইল উদ্ধার করেছে। যেখানে জানানো হয়েছে যে, কোন মুহূর্তে হত্যা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি সংক্রান্ত এই মেল্ পাবার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। এরপরেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, একটি অপরিচিত রহস্যজনক ইমেইল আইডি থেকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কিছু ইমেইল উদ্ধার করেছে, যা দেখে চোখ চড়কগাছ দেশের তাবড় তাবড় গোয়েন্দা সংস্থাগুলির। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গতকাল ৮ই আগস্ট রাতে
ylalwani12345@gmail.com নামের এই ইমেল আইডি থেকে info.mum.nia@gov.in নামের এই আইডিতে একটি বিশেষ ইমেল পাঠানো হয়েছে।
আর পাঠানো এই ইমেলে পরিষ্কার ভাবে লেখা হয়েছে, ” ইনস্ট্রাকশন: কিল নরেন্দ্র মোদি।”

প্রধানমন্ত্রীকে হত্যা বিষয়ক রহস্যজনক এই ইমেইলটি পাওয়ামাত্রই এর রহস্য নির্ধারণে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের প্রতিটি বৃহদায়তন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে অর্পিত স্পেশাল প্রোটেকশন গ্রুপ এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। আর এর সঙ্গে সঙ্গেই ইন্টেলিজেন্স ব্যুরো, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই অপরাধী ধরতে সক্রিয় হয়ে উঠেছে। সেইসঙ্গেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে বহুগুনে।

গোয়েদা সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পাঠানো এই ইমেলটি দেশের বাইরে থেকে এসেছে, কিন্তু এর প্রেরক বা প্রাপক কে? কে বা কারা প্রধানমন্ত্রীকে হত্যার বিষয়ে ষড়যন্ত্র করেছে? তা এখনো জানা যায়নি। শীর্ষ গোয়েন্দা এজেন্সি গুলি রাতদিন এক করে এর তদন্তে নেমে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!