এখন পড়ছেন
হোম > অন্যান্য > যেকোনো সময় আছড়ে পড়বে যশ, শুরু হবে তার ধ্বংসলীলা

যেকোনো সময় আছড়ে পড়বে যশ, শুরু হবে তার ধ্বংসলীলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্থলভাগের অত্যন্ত কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় যশ। প্রবল শক্তি নিয়ে বিরাট দানবের মতো এগিয়ে আসছে যশ। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫ কিলোমিটার। জানা যাচ্ছে, ওড়িশার ধামরাতে ঝড় আছড়ে পড়তে চলেছে। ধামরা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে যশ। দীঘা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে রয়েছে। সকাল দশটা থেকে এগারটার মধ্যে ঝড় আছড়ে পড়বে উড়িষ্যার ধামরাতে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূল এলাকাতে মাঝরাত থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বেশ কিছু স্থানে জনবসতি জলের তলায় চলে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উড়িষ্যার ধামরাতে গতকাল রাত থেকে চলছে ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি। বহু এলাকা জলের তলায় চলে গেছে। সমুদ্র স্থলভাগের দেড় কিলোমিটার ভেতরে এসে পড়েছে। ঝড়ের কারণে ফুঁসছে সমুদ্রের জল। ঝড় যে ধামরাতে আছড়ে পড়বে, তা ইতিপূর্বে জানা যায়নি। এ কারণে উদ্ধার কাজ শুরু করতে কিছুটা দেরি হয়ে গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে দিঘাতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। বহু স্থানে গার্ডওয়াল টপকে জল ভেতরে ঢুকতে শুরু করেছে। সমুদ্রের কাছে থাকা বহু দোকান জলমগ্ন হয়ে গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে ঝোড়ো হওয়া। যেকোনো সময় আছড়ে পড়তে পারে ঝড়। এ কারণে বহু উড়ালপুল আজ বন্ধ রাখা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!