এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে লোকাল ট্রেন পরিষেবা, ফের সিঁদুরে মেঘ নিত্যযাত্রীদের

যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে লোকাল ট্রেন পরিষেবা, ফের সিঁদুরে মেঘ নিত্যযাত্রীদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য সরকারের পক্ষ থেকে লোকাল ট্রেনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিধি-নিষেধ জারি হওয়ার পর সন্ধ্যে সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল, যদিও এরপর সরকার সিদ্ধান্ত বদল করে। জানানো হয় রাত দশটা পর্যন্ত বহাল থাকবে লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু এরপরও লোকাল ট্রেন নিয়ে জমতে শুরু করেছে দুশ্চিন্তার কালোমেঘ। কারণ কাতারে কাতারে রেলকর্মী, আধিকারিক আক্রান্ত হতে শুরু করেছেন। কর্মীর অভাবে যে কোন সময় কাটছাঁট করা হতে পারে পরিষেবা। যার ফলে যেকোনো সময় বন্ধ হতে পারে লোকাল ট্রেন।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা প্রায় ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। সংক্রমণ যেভাবে বাড়ছে তা যথেষ্ট উদ্বেগজনক। বিশেষজ্ঞদের আশঙ্কা, আর অল্প কিছুদিনের মধ্যে দৈনিক সংক্রমণ ৩৫ থেকে ৪০ হাজারে পৌছে যেতে পারে। এই পরিস্থিতিতে একের পর এক রেলকর্মী করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। যাদের মধ্যে রয়েছেন বেশকিছু আধিকারিক, একাধিক রেলকর্মী। যা ইতিমধ্যেই হাজার অতিক্রম করে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেলের পক্ষ থেকে জানা যাচ্ছে, একাধিক ডিভিশনের অবস্থা অত্যন্ত সংকটজনক। হাওড়া, মালদহ, শিয়ালদহ, আসানসোল ডিভিশনের অবস্থা সবথেকে খারাপ। একের পর এক রেলকর্মী করোনা আক্রান্ত। যাদের মধ্যে রয়েছেন একাধিক লোকাল ট্রেনের চালক, সহকারি চালক, টিটি, আধিকারিক, দূরপাল্লার ট্রেনের চালক। আবার হাওড়া, বামুনগাছির বহু কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন, গার্ডেনরিচ হাসপাতালে ১০০ জন কর্মী করোনা আক্রান্ত।

এ কারণে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে ফের আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছে। তবে শুধুমাত্র লোকাল ট্রেনই নয়, দূরপাল্লার পরিষেবা নিয়েও বাড়ছে আশঙ্কা। যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে আগামী দিনে রেল পরিষেবা কতটা স্বাভাবিক থাকতে পারবে? তা নিয়ে সংশয় দেখা দিয়েছে অনেকের মনেই। আর যার খেসারত দিতে হবে আমজনতাকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!