এখন পড়ছেন
হোম > জাতীয় > যে কোন মুহূর্তে পড়তে পারে সরকার! ‘বিশ্বাসঘাতককে’ দল থেকে তাড়ানোর আর্জি শাসকদলের বিধায়কদের!

যে কোন মুহূর্তে পড়তে পারে সরকার! ‘বিশ্বাসঘাতককে’ দল থেকে তাড়ানোর আর্জি শাসকদলের বিধায়কদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   মরুরাজ্য রাজস্থানের ‘নাট্যগীতি পাঞ্চালিকা’ যেন কিছুতেই শেষ হবার নাম নিচ্ছে না। রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কত সাধ্য সাধনার পর আগামী ১৪ ই আগস্ট শুরু হতে চলেছে বিধানসভার অধিবেশন। যেখানে আস্থাভোটের মুখোমুখি হতে চলছে কংগ্রেস শাসনাধীন অশোক গেহলট সরকার।

অধিবেশনের আগে দলের বিদ্রোহী দলনেতা সচিন পাইলটের অনুগামী কংগ্রেস বিধায়কদের চিঠি দিয়ে ‘সত্য’ ও ‘গণতন্ত্রের’ পাশে থাকবার আবেদন করেছিলেন গেহলট। সচিন পাইলটের অনুগামী বিধায়কদের দলে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, কংগ্রেস হাইকমান্ড যদি তাঁদেরকে ক্ষমা করে দেন তবে তাঁদের দলে ফেরাতে তাঁর কোন সমস্যা নেই।

কিন্তু সচিন পাইলটের বিরুদ্ধে কিন্তু তিনি প্রথম থেকেই খড়গহস্ত হয়ে ছিলেন। বিজেপির যোগসাজসে সচিন পাইলট দলে বিদ্বেষের বীজ বুনেছেন, এরকম অনেক অভিযোগ তিনি ইতিপূর্বে করেছিলেন। এরপর বিজেপির দখল থেকে বাঁচাতে কংগ্রেস দলে তাঁর সমর্থক বিধায়কদের সঙ্গে প্রবাসের পালা অতিবাহিত করছেন জয়সলমীরের রিসোর্টে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই আবহে গতকাল রবিবার জয়সলমীরের রিসোর্টে আয়োজিত হয়ে গেল কংগ্রেসের পরিষদীয় দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আর উক্ত বৈঠকেই বেশ কিছু কংগ্রেস বিধায়ক দাবি তুলেছেন যে, বিদ্রোহী যুব নেতা সচিন পাইলট ও তাঁর অনুগামী ১৯ জন বিধায়ককে কোনমতেই যেন কংগ্রেসে না ফেরানো হয়। কংগ্রেসের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি অবিনাশ পান্ডে পর্যন্ত বিধায়কদের এই দাবীটিকে সমর্থন করে বসলেন। ফলে তৈরী হলো আবার নতুন করে জটিলতা।

এরমধ্যে গোদের উপর বিষফোঁড়া হয়ে বসেছেন মায়াবতী।বিএসপির ৬ জন বিধায়ককে কংগ্রেস বেআইনি ভাবে নিজ দলভুক্ত করেছে, এই অভিযোগে তাদের বিধায়ক পদ বাতিলের দাবি জানিয়ে হাইকোর্টে গেলেন মায়াবতী। আগামীকাল রাজস্থান হাইকোর্টে আছে এই মামলার শুনানি। এই ৬ জন বিধায়ক হাতছাড়া হলে কী হবে সেচিন্তায় ঘুম উড়ছে গেহলটের।

অন্যদিকে, আবার সচিন পাইলটের অনুগামী বিধায়কদের বিধানসভা থেকে দূরে রাখার চাল চেলেছিলেন অশোক গেহলট। সে চালটাও ব্যর্থ হতে বসেছে। কারণ দলের হুইপ জারি হলেই এই বিধায়কেরা অধিবেশনে যোগ দেবেন। রাজস্থানের বল্লাভাবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গজেন্দ্র সিং শেখাওয়াত এমন বার্তাই দিয়েছেন।

এভাবে এই চালটাও ব্যর্থ হবার পরে বিজেপির দিকে ঘোড়া কেনাবেচার অভিযোগ এনেছেন গেহলট। বিজেপিও এমন পাল্টা অভিযোগ করেছে গেহলটের প্রতি। তবে কংগ্রেস এখনো সে বিষয়ে মুখ খোলে নি। অন্যদিকে, কংগ্রেসের উপর সন্দেহে বিজেপি তাদের ১২ জন বিধায়ককে রাজস্থান থেকে গুজরাটে স্থানান্তর করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!