এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “যে সরকার মায়ের কোল খালি করে দেয়, তারা মানুষের পাশে কীভাবে দাঁড়াবে?” – বিস্ফোরক পিয়াঙ্কা

“যে সরকার মায়ের কোল খালি করে দেয়, তারা মানুষের পাশে কীভাবে দাঁড়াবে?” – বিস্ফোরক পিয়াঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। পেশায় আইনজীবী ও বিজেপির এই দাপুটে নেত্রী একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূলকে। আজ ভোটের প্রচারে বেরিয়ে পুরসভার ৭৪ নম্বর ওয়ার্ডের প্রায় সমস্ত বাড়িতে গেলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রচার করলেন তিনি। একের পর এক হুঁশিয়ারি দিলেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে। তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি জানালেন যে, যে সরকার মায়ের কোল খালি করে দেয়, সেই সরকার কিভাবে মানুষের পাশে দাঁড়াবে?

বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কটাক্ষ করলেন, যে দল ক্ষমতায় আসার পরেই এত মায়ের কোল খালি করে দেয়, সেই দল কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, মানুষের সারা কতটা পাচ্ছেন তিনি? এর উত্তরে বিজেপি নেত্রী জানালেন যে, সেটা ভোট বাক্সেই বোঝা যাবে। এরপরই তিনি জানালেন যে, ৭০ শতাংশ ভোট যদি পড়ে, তবে তিনিই জয়লাভ করবেন। আবার, ইতিপূর্বে তিনি জানিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন মুখ্যমন্ত্রীর আসন তিনি ছাড়তে চান না বলে। আর তিনি লড়াই করছেন, রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য। তাঁদের স্লোগান হলো বাংলা বাঁচাও বাঙালিকে বাঁচাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, নন্দীগ্রামে তিনি একটি প্রতীক মাত্র ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন নন্দীগ্রামের জনতা, বাংলার জনতা। ভবানীপুরের মানুষ যদি ভোট দিতে পারেন, বুথ থেকে যদি ছাপ্পা ভোট না পড়ে, তাহলে এই আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদপুষ্ট প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তথা বিজেপিই জয়লাভ করবে।

প্রসঙ্গত, তৃণমূল ও বিজেপির প্রচার ও তরজায় জমে উঠেছে ভবানীপুরের উপনির্বাচন। তৃণমূলের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে, ভবানীপুরে রেকর্ডসংখ্যক ভোটে জয়লাভ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে, ভবানীপুরে জয়লাভ করবেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, একসময় হেভিওয়েট বাম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই পুনরাবৃত্তি ঘটবে ভবানীপুরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!