এখন পড়ছেন
হোম > অন্যান্য > পরীক্ষার ৭ দিনের মধ্যেই JEE-এর ফলপ্রকাশ! ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়ে রাজ্যের সেরা শ্রীমন্তী

পরীক্ষার ৭ দিনের মধ্যেই JEE-এর ফলপ্রকাশ! ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়ে রাজ্যের সেরা শ্রীমন্তী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে অনেক অশান্তির পরও সুপ্রিম কোর্টের নির্দেশে JEE এবং নিট পরীক্ষা হওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার। করোনার কারণে কোনোভাবে পরীক্ষা পিছিয়ে দেওয়া যাবে না এই কথা সাফ জানিয়ে দেওয়া হয়। এরপর যতই আন্দোলন হোক না কেন চলতি মাসের প্রথম সপ্তাহেই সম্পূর্ণ হয়েছে JEE পরীক্ষা। তবে এই মাসেরই ১৩ তারিখ বাকি রয়েছে সর্বভারতীয় মেডিকেলে ভর্তির পরীক্ষা। তবে এর আগেই ১০ দিনের মাথায়, পরীক্ষার ফল ঘোষণা করা হবে, এমনই জানিয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

কিছুদিন আগে তিনি একটি টুইট করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছিলেন। সেই সঙ্গে এত অসুবিধার সত্বেও ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা যে কেন্দ্র এবং কোর্টের রায়ের সঙ্গে মানিয়ে নিয়েছেন, সেই নিয়েও তিনি বাহবা জানিয়েছিলেন। তবে সেই সময় পরীক্ষার ফল প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি পরীক্ষার ৭ দিনের মধ্যেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। তবে এখানেই শেষ কথা নয়, আনন্দের বিষয় হচ্ছে এই পরীক্ষায় যেসমস্ত ছাত্রছাত্রীরা প্রায় ১০০% পার্সেন্টেজ পেয়েছেন, তাদের মধ্যে এ রাজ্যে সম্ভবত শীর্ষে রয়েছেন শ্রীমন্ত দে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিয়েছেন ৮ লাখ ৫৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের করোনা সুরক্ষার কথা মাথায় রেখে তাই এই বছর জয়েন্টে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ৫৭০ থেকে বাড়িয়ে ৬৬০ করা হয়েছিল। তবে এদিন রাত পর্যন্ত পরীক্ষার ফল জানতে না পারায় পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ছিল। তবে এদিন এনটিএ জানিয়েছে যে, সর্বভারতীয় ক্ষেত্রে শীর্ষস্থান যে ২৪ জন প্রার্থী অধিকার করেছে, তাদের মধ্যে আটজনই তেলেঙ্গানার। এছাড়া রয়েছে দিল্লির পাঁচজন, রাজস্থানের চারজন, অন্ধ্রপ্রদেশের তিনজন, হরিয়ানার দুজন, এবং গুজরাট ও মহারাষ্ট্রের একজন করে। আর তাদের মধ্যেই এ রাজ্যের সম্ভাব‌্য শীর্ষে রয়েছেন ডিপিএস রুবি পার্কের ছাত্রী শ্রীমন্তী দে।

জানা গেছে, ঢাকুরিয়ার বাসিন্দা শ্রীমন্তী দে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের ছাত্রী। তবে তিনি দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন সাউথ পয়েন্ট স্কুলে। তাঁর মা সুস্মিতাদেবী এদিন জানান যে, তাঁর মেয়ে ছোটো থেকেই সব ক্লাসে প্রথম হয়ে এসেছে। সিবিএসই দশম শ্রেণির পরীক্ষাতেও তিনি ৯৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর জানুয়ারিতে জয়েন্ট এন্ট্রান্স মেন-এ ভাল ফল করলেও তিনি নিজেই আবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। এরপরই রাজ্যের মেধা তালিকায় তৃতীয় স্থান পান তিনি। সেইসঙ্গে এই ফল প্রকাশের পর দেখা গেছে, চলতি মাসে হওয়া পরীক্ষায় ৯৯.৯৯ পার্সেন্টেজের বেশি এই রাজ্য থেকে কেউ পায়নি। তবে এহেন রেজাল্ট করে শ্রীমন্তিও বেশ খুশি। তবে এনটিয়ের তরফ থেকে জানা গেছে যে, এই পরীক্ষার দ্বিতীয় পত্র অর্থাৎ বি-আর্ক ও বি-প্ল্যানিং-এর ফল পরে প্রকাশিত হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!