এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > যেখানে বিপদ সেখানেই শুভেন্দু, এবার বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেলেন বিরোধী নেতা!

যেখানে বিপদ সেখানেই শুভেন্দু, এবার বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেলেন বিরোধী নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকায় গিয়ে আরও মানুষের সমস্যা সৃষ্টি করছেন। এক্ষেত্রে যে পুলিশ দিয়ে মানুষকে বিপদে বাঁচানো যেত, সেই পুলিশ এখন মুখ্যমন্ত্রী আসার কারণে তার নিরাপত্তার কাজে ব্যস্ত হয়ে রয়েছেন। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ফটো তুলতে এই সমস্ত এলাকায় যাচ্ছেন বলে কটাক্ষ করেছিলেন শুভেন্দুবাবু। তবে এবার মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে এবং অবস্থা খতিয়ে দেখতে জলমগ্ন এলাকায় পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা।

সূত্রের খবর, আজ জলমগ্ন পাঁশকুড়া এলাকায় পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তাদের অভাব, অভিযোগের কথা শোনেন তিনি। বলা বাহুল্য, বন্যায় ব্যাপক মানুষের ক্ষতি হলেও এবং প্রচুর মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিলেও সরকারের পক্ষ থেকে সেভাবে কোনো ত্রাণ দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ উঠছে। আর এই পরিস্থিতিতে সেই একই ব্যাপারে সোচ্চার হয়েছেন শুভেন্দুবাবু। যার ফলে এবার নিজে সরেজমিনে তদাকরি করে মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!