এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন কংগ্রেসের এই হেভিওয়েট নেতা, তীব্র উদ্বেগ হাত শিবিরে

যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন কংগ্রেসের এই হেভিওয়েট নেতা, তীব্র উদ্বেগ হাত শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যে কোন সময় গ্রেপ্তার হতে পারেন কংগ্রেসের হেভিওয়েট বর্ষিয়ান নেতা দিগ্বিজয় সিং। হায়দ্রাবাদের এক স্থানীয় আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বর্ষিয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জনৈক এআইএমআইএম নেতা। এরপর আদালতে উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। আদালতের সে নির্দেশ উপেক্ষা করেছেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নিল আদালত।

মানহানির মামলায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে হায়দ্রাবাদের এক স্থানীয় আদালতে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছিল। তবে অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ পাওয়ার পরও উপস্থিত হননি দিগ্বিজয় সিং। এবার গত সোমবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, আদালত থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ২০১৭ সালে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর বিরুদ্ধে এআইএমআইএম নেতা এস এ হুসেন মানহানির মামলা করেছিলেন। মিম নেতা এস এ হুসেন অভিযোগ করেছিলেন যে, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং আপত্তিজনক কথা বলে মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসিকে অসম্মান করেছেন। তাঁর কথায়, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং মন্তব্য করেছেন যে, অর্থের লোভেই আসাউদ্দিন ওয়াইসি অন্য রাজ্যে নির্বাচনে লড়াই করছেন।

এরপর পিটিশন দায়ের করে মিম নেতার উকিল মহম্মদ আসিফ আমজাদ নোটিশ পাঠিয়ে ছিলেন দিগ্বিজয় সিংকে। তবে, তার কোনো উত্তর দেননি তিনি। এরপরই তিনি হায়দ্রাবাদের স্থানীয় আদালতে গিয়েছিলেন। এই আদালতে দায়ের করা মামলার শুনানিতে আদালতে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছিল কংগ্রেস নেতাকে। তিনি উপস্থিত না হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে আদালত। এই ঘটনা তীব্র অস্বস্তি ও উদ্বেগ বাড়িয়েছে কংগ্রেস শিবিরে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!