এখন পড়ছেন
হোম > জাতীয় > জেলবন্দি চার হেভিওয়েটকে জামিন দিতে আসরে দুই দেশখ্যাত আইনজীবী

জেলবন্দি চার হেভিওয়েটকে জামিন দিতে আসরে দুই দেশখ্যাত আইনজীবী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার নারদ কান্ডের তদন্তে রাজ্য রাজনীতির ৪ হেভিওয়েটকে গ্রেফতার করে সিবিআই। যারা হলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। সিবিআইয়ের বিশেষ আদালতের পক্ষ থেকে তাঁদের জামিনের আর্জি মঞ্জুর করা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করে ও তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। হাইকোর্টের এই নির্দেশের পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল গতকাল। আজ এই মামলার শুনানি হতে চলেছে। এই চার হেভিওয়েটকে জামিন দিতে আজ তাঁদের হয়ে লড়াই করতে চলেছেন আইনজীবী অভিষেক মনু সিংভি ও সিদ্ধর্থ লুথরা।

হাইকোর্টে গতকাল আইনজীবী সিদ্ধর্থ লুথরা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৪ হেভিওয়েটের জামিনের জন্য আবেদন করেছিলেন। হাইকোর্ট তাঁদের আবেদন গ্রহণ করেছে। আজ এই মামলার শুনানি ভার্চুয়াল ভাবে হতে চলেছে। সিদ্ধর্থ লুথরা ও অভিষেক মনু সিংভি মামলার শুনানিতে অংশগ্রহণ করতে চলেছেন ভার্চুয়াল ভাবে। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ভার্চুয়াল ভাবে শুনানিতে অংশ গ্রহণ করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, সিবিআইও হাতগুটিয়ে বসে নেই। সিবিআইয়ের পক্ষ থেকে শুনানিতে অংশ গ্রহন করতে চলেছেন তুষার মেহতা ও ওয়াই জে দস্তুর। সিবিআইয়ের পক্ষে সওয়াল করবেন সিবিআইয়ের অ্যাটর্নি জেনারেল তুষার মেহেতা ও আইনজীবী ওয়াই জে দস্তুর। ইতিপূর্বে সারদা মামলাতে তিনি অংশগ্রহণ করেছিলেন। এ ছাড়াও বহু গুরুত্বপূর্ণ মামলায় তিনি অংশগ্রহণ করেছেন সিবিআইয়ের হয়ে।

আজ আদালত কি সিদ্ধান্ত নেবে? সেদিকেই অপেক্ষা রয়েছে সকলের। গত সোমবারের দিন থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে টানটান উত্তেজনা। সেদিন সকালে হঠাৎ করে সিবিআইয়ের হাতে ৪ হেভিওয়েটের গ্রেপ্তারি। এরপর প্রায় সারাদিন ধরেই ক্ষোভ বিক্ষোভ, সন্ধ্যাবেলায় তাঁদের জামিনের মঞ্জুরি। আবার রাতে জামিনের স্থগিতাদেশ। এভাবে টানটান উত্তেজনার মধ্যে কেটেছিল গত সোমবার। আজ, এর শুনানি হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!