এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জেল হেফাজতে নিয়ে যেতেই অসুস্থ হেভিওয়েটেরা, এবার মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখবে সিবিআই

জেল হেফাজতে নিয়ে যেতেই অসুস্থ হেভিওয়েটেরা, এবার মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখবে সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সোমবার নারদ কান্ডে গ্রেপ্তার করা হয় রাজ্যের ৪ হেভিয়েটদের। যাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়। নিম্ন আদালত তাঁদের জামিন দিয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের রায়ের উপরে স্থগিতাদেশ জারি করে ও তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। এরপর এক এক করে অসুস্থ হয়ে পড়েছেন হেভিওয়েটরা। যাদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। এবার হেভিওয়েটদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল সিবিআই।

হেভিওয়েটদের চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টগুলি খতিয়ে দেখতে এক বিশেষ মেডিকেল বোর্ড গঠন করেছে সিবিআই। সিবিআইয়ের এই মেডিক্যাল বোর্ড হেভিওয়েটদের সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখবে। হেভিওয়েটরা অসুস্থতা দেখিয়ে জামিন পাওয়ার চেষ্টা করতে যাতে না পারেন বা এক্ষেত্রে তাঁরা যাতে ব্যবহার করতে না পারেন তাঁদের চিকিৎসা সংক্রান্ত রিপোর্টকে। এ কারণেই মেডিকেল বোর্ড গঠন করে সমস্ত চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। তাই সিবিআই এর পূর্বাঞ্চলীয় ডিআইজিকে এ কাজের দায়িত্ব দেয়া হয়েছে। এসএসকেএম হাসপাতালে তাঁদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত রিপোর্ট সিবিআই তলব করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত সোমবার মাঝরাতে প্রেসিডেন্সি জেলে নেবার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র। এরপর দ্রুত তাদের ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। গতকাল মদন মিত্রর শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। তাঁকে অক্সিজেন সাপোর্ট দেয়া হয়েছিল। শোভন চট্টোপাধ্যায়কেও এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। তাঁর ডায়াবেটিস ও সিওপিডির সমস্যা রয়েছে বলে, জানা যাচ্ছে। আবার গতকাল সকালে অসুস্থ হয়ে পড়েন সুব্রত মুখোপাধ্যায়।

প্রথমে তাঁকে জেল হাসপাতালে আনা হয়েছিল। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে আনা হয়। তবে সম্প্রতি তিনি সুস্থ আছেন। অন্যদিকে ফিরহাদ হাকিমের গতকাল থেকে রয়েছে জ্বর ও পেট খারাপের সমস্যা। তবে প্রেসিডেন্সি জেল হাসপাতালেই তাঁর চিকিৎসা হয়েছে। হেভিওয়েটেরা যাতে নিজেদের অসুস্থতা দেখিয়ে জামিনের সুবিধা করতে না পারেন, সে কারণেই মেডিকেল বোর্ড গঠন করে তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবে সিবিআই। সেই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখার পর এ বিষয়ে নিজের মতামত ব্যক্ত করতে চলেছে সিবিআই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!