এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, সভাপতিকে তীব্র কটাক্ষ! বাড়ছে ক্ষোভ

বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, সভাপতিকে তীব্র কটাক্ষ! বাড়ছে ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এখন সবথেকে বড় সমস্যা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করছে গেরুয়া শিবির‌। কিন্তু তা সত্ত্বেও সমস্যার সমাধান হচ্ছে না। এবার বীরভূম জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। যার ফলে ব্যাপক অস্বস্তিতে পড়ল ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, এদিন কৃষি আইনের সমর্থনে বোলপুরে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল করা হয়। যে মিছিলের নেতৃত্ব দেন দিলীপ ঘোষ এবং বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস।

আর আশ্চর্যজনক ভাবে এই মিছিল থেকেই বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডলকে “রাজনীতির টেস্টটিউব বেবি” বলে আক্রমণ করেন বিজেপির প্রাক্তন কিষান মোর্চার সভাপতি সোমনাথ ঘোষ। স্বাভাবিক ভাবেই বিজেপির জেলা সভাপতিকে প্রাক্তন কিষান মোর্চার সভাপতি এইরকম আক্রমণ করায় নিঃসন্দেহে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এল।

একাংশ বলছেন, বীরভূম জেলার বিজেপি সভাপতির দায়িত্বে শ্যামাপদ মন্ডল আসার পর থেকেই তিনি একাধিক রদবদল করতে শুরু করেন। যার ফলে তার বিরুদ্ধে দলের অনেক নেতা-কর্মী অভিযোগ তুলতে শুরু করেছিল। আর তখন থেকেই বিজেপির গোষ্ঠী রাজনীতি শুরু হয়ে যায় এই বীরভূম জেলায়। আর এবার মিছিল থেকেই প্রাক্তন কিষান মোর্চার সভাপতি সরব হলেন জেলা বিজেপির সভাপতি বিরুদ্ধে। যার ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল তাদের প্রধান কাটা হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন কিষান মোর্চার সভাপতি সোমনাথ ঘোষ বলেন, “পুরোপুরি লবিবাজি চলছে। ঈর্ষান্বিত মনোভাব নিয়ে রাজনীতি চলছে। প্রকৃত যারা বিজেপির সংস্কৃতি নিয়ে কাজ করেছেন, তাদের বাদ দিতে না পারলে তাদের রাজনীতিটা লাটে উঠে যাবে।” আর এরপরই জেলা বিজেপির সভাপতিকে কটাক্ষ করে তিনি বলেন, “আপনারা জেলা সভাপতি বলছেন, কিন্তু লজ্জাজনক! আসলে উনি রাজনীতির টেস্টটিউব বেবি। বীরভূমের মাটি প্রচন্ড শক্ত, ওনার জন্ম হয়নি এখনও।” আর বিজেপির মত সাংগঠনিক শৃঙ্খলা পরায়ন দলে এইভাবে দলীয় সভাপতির বিরুদ্ধে সরব হওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডলকে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে গোটা পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে বীরভূম জেলায় যদি গোষ্ঠীদ্বন্দ্ব এখন সামাল দেওয়া না যায়, তাহলে তা ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বীরভূম জেলার এই গোষ্ঠী কোন্দল বন্ধ করতে এখন বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!