এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জেলা কমিটি ঘোষণা না হওয়ায় জেলায় দলের নিচুতলায় কর্মী-সমর্থকরা ধৈর্য্য হারাচ্ছেন, মাথা চাড়া দিচ্ছে গোষ্ঠীকোন্দল !

জেলা কমিটি ঘোষণা না হওয়ায় জেলায় দলের নিচুতলায় কর্মী-সমর্থকরা ধৈর্য্য হারাচ্ছেন, মাথা চাড়া দিচ্ছে গোষ্ঠীকোন্দল !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। একারণেই দলের সংগঠনগত রদবদল চলছে। রাজ্য জুড়ে তৃণমূল দলের পুরোনো ব্লক ও জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে। ব্লক, জেলা, বুথ সর্বত্রই চলছে রদবদল। সম্প্রতি উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি জেলায় তৃণমূলের নতুন ব্লক ও জেলা কমিটি ঘোষণা করা হলো। কিন্তু পার্শ্ববর্তী আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে তা এখনো করা হয়নি। এ কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্বকে।

আলিপুরদুয়ার জেলায় কেন এখনো ব্লক ও জেলা কমিটি ঘোষণা করা হলো না? তার উত্তরে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেছেন, ” কোচবিহার ও জলপাইগুড়িতে দলের নতুন ব্লক ও জেলা কমিটি ঘোষণা হয়েছে। চলতি সপ্তাহে আলিপুরদুয়ারেও ব্লক ও জেলা কমিটি ঘোষণা হবে। সেজন্য দলের কর্মীদের ধৈর্য্য ধরতে বলছি। দলের শীর্ষ নেতৃত্বই এই কমিটি ঘোষণা করবে।”

প্রসঙ্গত জলপাইগুড়ি, কোচবিহার জেলায় নতুন ব্লক ও জেলা কমিটি গঠন নিয়ে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। একারণেই আলিপুরদুয়ার জেলা, ব্লক কমিটি গঠন নিয়ে বিশেষ সতর্ক পদক্ষেপ ফেলতে হচ্ছে শাসক দল তৃণমূলকে। এরমধ্যেই আবার কোচবিহার জেলাতে নতুন করে ব্লক ও জেলা কমিটি ঘোষণার পর কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করেছেন। এরফলেই চিন্তার ভাজ পড়েছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সদস্যদের।

তার ওপরে গত শনিবার ফালাকাটা ব্লক তৃণমূল সভাপতি সন্তোষ বর্মনের মৃত্যু ঘটেছে। ব্লক সভাপতি সন্তোষ বর্মনের মৃত্যুর কারণে আলিপুরদুয়ার জেলায় নতুন করে ব্লক ও জেলা কমিটি ঘোষণায় আরও বিলম্ব ঘটছে শাসকদলের। প্রসঙ্গত আলিপুরদুয়ার জেলায় শাসক দল তৃণমূলের সাতটি সাংগঠনিক ব্লক কমিটি আছে। রাজ্য জুড়ে ব্লক ও জেলা কমিটির রদবদলের ফলে আলিপুরদুয়ারে বেশকিছু ব্লকের পুরনো সভাপতির অপসারণ ও নতুন সভাপতির স্থলাভিষিক্তকরণের একটা বিরাট সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফালাকাটাতে ব্লক সভাপতি সন্তোষ বর্মনের মৃত্যুর ফলে আসতে চলেছেন নতুন সভাপতি। আবার কালচিনি ব্লক তৃণমূল সভাপতি অসীম মজুমদার সম্প্রতি তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে দলের পক্ষ থেকে তাঁর ইস্তফাপত্র এখনো গ্রহণ করা হয়নি। কিন্তু এই ব্লকের ব্লক সভাপতি পদে আদিবাসী মুখ আনার একটা বিরাট সম্ভাবনা আছে। এখানকার আদিবাসী ভোটব্যাঙ্কের কথা চিন্তা করেই দলের এমন সিদ্ধান্ত।

আবার, আলিপুরদুয়ার জেলায় আলিপুরদুয়ার ২ ও মাদারিহাট ব্লকের পুরনো সভাপতিকে অপসারিত করে নতুন সহ-সভাপতি আসার একটা সম্ভাবনা আছে। যদিও এ ব্যাপারে নিশ্চিত করে কিছু এখনও জানা যায়নি। তবে তৃণমূল দলের বেশ কিছু সশস্যর মতে, মাদারিহাট ব্লক সভাপতি পদে কোন তরুণ মুখের আসার সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ার জেলায় এখনো পর্যন্ত ব্লক ও জেলা কমিটি ঘোষিত না হওয়ার এই জেলায় তৃণমূল দলের নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্যচ্যুতি ঘটেছে। এরফলে এই জেলায় তৃণমূলের বেশকিছু কর্মী-সমর্থক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে উৎসাহ বোধ করছেন না। সেইসঙ্গে অধিক বিলম্বর ফলে মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীকোন্দলের আশঙ্কা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!