এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের হাইভোল্টেজ বৈঠকে অনুপস্থিত একাধিক হেভিওয়েট নেতা! তুমুল জল্পনা শুরু শাসকশিবিরেই

তৃণমূলের হাইভোল্টেজ বৈঠকে অনুপস্থিত একাধিক হেভিওয়েট নেতা! তুমুল জল্পনা শুরু শাসকশিবিরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নতুন জেলা কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই অস্বস্তি বাড়তে শুরু করেছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের। বিভিন্ন বিধায়করা দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে রবিবার কোচবিহার জেলা তৃনমূলের চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মনের বাড়িতে জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং দলের সমস্ত বিধায়কদের নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সেই বৈঠকে কোন কোন বিধায়ক যোগ দেবেন, এখন তা প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নতুন জেলা কমিটি গঠন হওয়ার পরেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা গেছে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব বাড়তে দেখা গিয়েছিল। তাই এমত পরিস্থিতিতে সেই সমস্যা মেটাতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। কিন্তু সেখানেও সমস্যা হবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কেননা সকলে এই বৈঠকে উপস্থিত নাও থাকতে পারেন।

জানা গেছে, এদিনের এই বৈঠকে যাবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দলের বিধায়ক মিহির গোস্বামী। অন্যদিকে সম্প্রতি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মাতৃবিয়োগ হয়েছে। ফলে তার জায়গায় তার পুত্র পঙ্কজ ঘোষ এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। এছাড়াও জেলা সভাপতি পার্থপ্রতিম রায় শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তাই তিনি এই বৈঠকে উপস্থিত নাও থাকতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু অন্যান্য দিন অনুপস্থিত থাকার কারণ থাকলেও, মিহিরবাবু যেভাবে প্রকাশ্যে সেই বৈঠকে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছেন, তাতে সমস্যা ক্রমশ বাড়ছে। কেন তিনি এই বৈঠকে উপস্থিত হবেন না? এদিন এই প্রসঙ্গে মিহির গোস্বামী বলেন, “আমি যখন সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি, তখন জেলা চেয়ারম্যান সাংগঠনিক বৈঠক ডাকলে তাতে যাই কি করে! তাহলে তো কথার খেলাপ হয়ে যাবে!”

কিন্তু কেন তিনি এই বৈঠক ডেকেছেন? এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃনমূলের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন বলেন, “আমি সমস্ত বিধায়ক ও দলের জেলা সভাপতিকে বৈঠকে ডেকেছি। রবিবাবুর মা মারা গিয়েছেন। আমি ওনার সঙ্গে দেখা করে এসেছি। ওর ছেলে বৈঠকে আসবেন। বাকিরাও বৈঠকে আসবেন বলে আশা করি।” বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে জেলা কমিটি গঠন করে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস।

কিন্তু তা সত্ত্বেও একের পর এক বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের মন্তব্য অস্বস্তিতে ফেলেছিল দলকে। তাই এই পরিস্থিতিতে সামনে বিধানসভা নির্বাচনের আগে যাতে দলকে শৃংখলাবদ্ধ করে গড়ে তোলা যায়, তার জন্যই জেলা তৃণমূলের চেয়ারম্যান এই বৈঠক ডেকেছেন। কিন্ত সেই বৈঠকেও একাধিক বিধায়ক অনুপস্থিত থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে এবার বিনয়কৃষ্ণ বর্মনের ডাকা বৈঠক কতটা সার্থক হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!