এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “জেলা তৃণমূলের ভিতরের সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে” – বিস্ফোরক অভিযোগ বর্ষীয়ান তৃণমূল সাংসদের

“জেলা তৃণমূলের ভিতরের সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে” – বিস্ফোরক অভিযোগ বর্ষীয়ান তৃণমূল সাংসদের

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়ে উঠেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী। গতকাল ও আজ তিনি গণমাধ্যমে দলের প্রতি সরব হলেন। গণমাধ্যমে জানালেন, তৃণমূল দলে যেসব ছোট ছোট কর্মী বৈঠক করা হচ্ছে, সেই সমস্ত বৈঠকে তৃণমূল নেতারা তাঁর পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করে দিয়েছেন। এমন কি কেউ যদি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, তবে, তাঁদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়া হচ্ছে।

এরপরই তৃণমূল সাংসদ শিশির অধিকারী জানালেন যে, তিনি সম্প্রতি যে দলে রয়েছেন, অর্থাৎ তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করবে সেই দল। এর কারণ, হিসেবে তিনি জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের ভেতরের সংগঠন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আবার, আজ তিনি গণমাধ্যমে জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করলেও, সেখানে ফল ভালো হবে না তৃনমূলের। ফলাফল যাবে বিজেপির দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গত মাসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে তাঁকে প্রবল হুঁশিয়ারি দেন। তাঁর বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন, তুই-তোকারি করে একেবারে বাপ তুলে আক্রমণ ছিল তাঁর। এ প্রসঙ্গে শিশির অধিকারী কিছুদিন আগে জানিয়েছেন যে, তাঁর পরিবারের ওপর নিকৃষ্টতম আক্রমণ নেমে এসেছে। এমন আক্রমণ কংগ্রেস, সিপিএমের সময়কালেও হয়নি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সম্পর্কে শিশির অধিকারী জানিয়েছেন, ” এমন অপদস্ত কোনও দিন কেউ করেনি। একবার ভেবেই ছিলাম লুঙ্গি পড়ে একবার চলে যাই ওর সভায়। দেখি কত লোক হয়েছে। এরপর ভাবলাম ও বাচ্ছা ছেলে! জানি না এগুলি ওর কথা নাকি কোনও প্ররোচনাতে বলছে ও। কীভাবে বলতে পারে একথা। একবার চলে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল কার বাপ বলছ তুমি? যেভাবে অঙ্গভঙ্গি করছিল তা দেখে মনে হয়েছিল যে যমেও এমন করে না।”

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!