এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “জেলা তো হবে, অর্থ কোথায়!” মমতার উদ্দেশ্যে বড়সড় প্রশ্ন ছুঁড়ে দিলেন সুকান্ত!

“জেলা তো হবে, অর্থ কোথায়!” মমতার উদ্দেশ্যে বড়সড় প্রশ্ন ছুঁড়ে দিলেন সুকান্ত!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মন্ত্রিসভার বৈঠকের পরেই নতুন করে সাতটি জেলা তৈরি হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে, যেখানে পরিকাঠামো নেই, সেখানে জেলা তৈরি হবে কি করে! আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “জেলা তৈরি করলেই তো হলো না। এত অর্থ আসবে কোথা থেকে! একটা জেলা তৈরি করতে গেলে সেখানে কালেক্টরেট বিল্ডিং তৈরি করতে হয়, সার্কিট হাউস তৈরি করতে হয়। রাজ্য সরকারের তো অর্থ নেই। ঘোষণা করে দিলেই সবকিছু হয় না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে পরিকাঠামোর যে যথেষ্ট অভাব রয়েছে, তা স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!