এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেলে না থাকলেই বিপদ অনুব্রতর, বিতর্কিত দিলীপ ঘোষ!

জেলে না থাকলেই বিপদ অনুব্রতর, বিতর্কিত দিলীপ ঘোষ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে জেরা পর্ব এড়িয়ে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। আর এই পরিস্থিতিতে কার্যত সেই অনুব্রত মণ্ডলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে জেলে না থাকলে অনুব্রত মণ্ডলের প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “ওনার খালি সিবিআই দেখলেই শরীর খারাপ হয়ে যায়। কিন্তু এভাবে তো বেশি দিন বাঁচা যায় না। একদিন আসতে হবেই। কিন্তু আমার যেটা সন্দেহ হচ্ছে, হয় ওনাকে সারা জীবন হাসপাতালে থাকতে হবে, তা না হলে সারা জীবন জেলে থাকতে হবে। জেলে থাকলে ঠিক আছে। কিন্তু হাসপাতালে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা কম। এখন আমার যেটা মনে হচ্ছে, কোনোভাবে তাকে মেরে ফেলা হতে পারে, সমস্ত তথ্য লোপাট করার জন্য। আমার মনে হয়, একটা চাবি দিয়েই সব ঘর খোলা যাবে। সেজন্য সেই চাবিটা হারিয়ে ফেলা হতে পারে। সেজন্য এখন চিন্তা যে, ওই লোকটা যদি জেলে চলে যায়, তাহলে প্রাণটা থাকবে। না হলে বেঁচে না থাকার খুব সম্ভাবনা রয়েছে।”

আর এখানেই প্রশ্ন, তাহলে কি দিলীপ ঘোষ এই কথা বলে অনুব্রত মণ্ডল খুন হয়ে যেতে পারেন, এই বিষয়টি বোঝাতে চাইলেন! একাংশ বলছেন, অনুব্রত মণ্ডলকে সিবিআই জেরা করলে তৃণমূলের অনেক গোপন তথ্য সামনে চলে আসবে। তাই তিনি এখন লুকোচুরি খেলতে শুরু করেছেন। তবে সেই অনুব্রত মণ্ডল যদি এভাবে বাইরে থাকেন, তাহলে তথ্য প্রমাণ লোপাটের ভয়ে তাকে মেরে ফেলা হতে পারে বলে মন্তব্য করে কার্যত শোরগোল ফেলে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!