এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় খবর- জেলেই মারা গেলেন প্রভাবশালী এই চিটফান্ড কর্তা! তদন্ত বিশ বাওঁ জলে?

বড় খবর- জেলেই মারা গেলেন প্রভাবশালী এই চিটফান্ড কর্তা! তদন্ত বিশ বাওঁ জলে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– উড়িষ্যার জেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রভাবশালী চিটফান্ড কর্তা। সম্প্রতি জানা গেছে আইকোর কর্তা অনুকূল মাইতি, উড়িষ্যার জেলে মারা গেছেন। যদিও কারা দফতর সূত্রে তার মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট জানা যায়নি। তবে আপাতত তার মৃত্যুতে তদন্ত যে অনেকটাই পিছিয়ে গেল, সে কথাই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি ২০১৫ সালে পূর্ব মেদিনীপুরের এই চিটফান্ড সংস্থার মালিক অনুকূল মাইতিকে গ্রেফতার করেছিল। সিবিআই দাবি করেছিল, আইকোর বেআইনি ভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড এবং ওড়িশা-র কয়েক লক্ষ লগ্নিকারীর কাছ থেকে প্রায় ৩০০০ হাজার কোটি টাকা তুলেছিল। তবে গোটা টাকাই তারা আত্মসাত্‍ করেছিল বলেই অভিযোগ করা হয়।

এরপর ২০১৭ সালে বেআইনি অর্থলগ্নি সংস্থার মাধ্যমে বাজার থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগে সিবিআই তাকে গ্রেফতার করে বলে জানা যায়। ওড়িশার প্রতারিত লগ্নিকারীর অভিযোগের ভিত্তিতেই সিবিআই মামলা করেছিল বলে জানা যায়। তাই গ্রেফতারের পরে তাকে ওড়িশা নিয়ে যাওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, তাকে ভুবনেশ্বরের ঝারপড়া বিশেষ কারাগারে রাখা হয়েছিল। সেইসঙ্গে অনুকূল মাইতি ছাড়াও তাঁর স্ত্রী কণিকাকেও গ্রেফতার করে সিবিআই। তবে তাঁকে স্বামীর সঙ্গে গ্রেফতার করে জেলে রাখা হলেও, কয়েক মাস আগেই তিনি জামিনে মুক্তি পান। বস্তুত, আইকোর মামলায় এরা ছাড়াও আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। যদিও তাদের অধিকাংশই সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

অনুকূলের পরিবারের সূত্রে দাবি করা হয়েছে যে, সম্প্রতি কটক হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু জামিনের শর্ত হিসাবে প্রয়োজনীয় বন্ডের টাকা জমা দিতে না পারায় তাঁকে জেলেই থেকে যেতে হয়। ফলত সেই মামলা এখনও বিচারাধীন বলেই জানা গেছে। ওড়িশার কারা দফতর সূত্রে জন্য গেছে, জেলে থাকাকালীন বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন মধ্যবয়সী এই চিটফান্ড কর্তা।

সেইসঙ্গে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। কারা দফতর সূত্রে জন্য গেছে, শনিবার রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে তাঁর মৃত্যুর আক্ষরিক কারণ জানা না গেলেও প্রাথমিক ভাবে জানা গেছে যে তাঁর উচ্চ রক্তচাপ ছিল এবং তিনি ডায়াবিটিসে ভুগছিলেন।

জানা গেছে, এরপর নাকি কারা কর্তৃপক্ষই ফোন করে অনুকূলের স্ত্রী কণিকাকে খবর দেন। অন্যদিকে, অনুকূলের পরিবার সূত্রে খবর পাওয়া যায় যে, আজ সকালেই ভুবনেশ্বর রওনা হয়েছেন কণিকা। ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে অনুকূলের, তা জানতে সিবিআই আধিকারিকরাও এ দিন কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!