এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জেতা সিটেও পরাজয়, কেন ব্যার্থ জেলা নেতৃত্ব? রিপোর্ট তলব রাজ্য বিজেপির!

জেতা সিটেও পরাজয়, কেন ব্যার্থ জেলা নেতৃত্ব? রিপোর্ট তলব রাজ্য বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেউ ভাবতে পারেননি, ২০১৯ এর থেকেও এবার পশ্চিমবঙ্গে এত খারাপ ফলাফল হবে বিজেপির। এত বড় বড় আওয়াজ দিয়েও তারা ৩০ আসন তো পরের কথা, বরঞ্চ গতবারের জেতা ১৮ টি আসনই ধরে রাখতে পারল না। এবার বাংলা থেকে বিজেপির ঝুলিতে গিয়েছে মাত্র 12 টি আসন। হেরে গিয়েছেন দুইজন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি অনেক হেভিওয়েট প্রার্থীরাও পরাজিত হয়েছেন। আর এই পরিস্থিতিতে একে অন্যের ঘাড়ে দায় চাপাতে শুরু করেছেন। কিন্তু সেসবে নজর না দিয়ে একেবারে সরাসরি ফলাফল প্রকাশের পরের দিনেই বড় পদক্ষেপ গ্রহণ করলো রাজ্য বিজেপি। যেখানে পরাজিত হওয়া জেলাগুলিতে হারের কারণ জানতে রিপোর্ট তলব করা হলো।

সূত্রের খবর, আজ বঙ্গ বিজেপির পক্ষ থেকে হেরে যাওয়া জেলাগুলিতে পরাজয়ের কারণ জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যেই রিপোর্ট রাজ্য নেতৃত্বকে পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে বলছেন, এটা একদম সময়োপযোগী পদক্ষেপ। কারণ বিজেপিকে এই রাজ্যে ক্ষমতা দখল করতে হবে, এটাই তাদের টার্গেট। তাই এই ফলাফলের পর অনেকেই হতাশ হয়ে গিয়েছেন।

কিন্তু হতাশায় ডুবে না গিয়ে কাজের কাজ করতে হলে কেন পরাজয় হল, তার কারণটা আগে খুঁজে বের করতে হবে বঙ্গ বিজেপিকে। তাই অনেকে ভাবতেই পারেন যে, হেরে যাওয়ার পরে এসব করে কি হবে? কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত পরাজয়ের কারণ খুঁজে বের করেই ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। যাতে ২০২৬ এর লড়াইকে সামনে রেখে এখন থেকেই হেরে যাওয়া কেন্দ্রগুলিতে তারা নিজেদের মত প্রস্তুতি নিতে পারে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!