এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেতার সাথে সাথেই ডিগবাজি! তৃনমূলের সঙ্গে যোগাযোগে তিন বিজেপি সাংসদ? তুঙ্গে জল্পনা!

জেতার সাথে সাথেই ডিগবাজি! তৃনমূলের সঙ্গে যোগাযোগে তিন বিজেপি সাংসদ? তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় বিজেপি তাদের কাঙ্ক্ষিত ফল পায়নি। ৩০ টি আসনের টার্গেট দিয়ে শেষ পর্যন্ত ১২ টি আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। এবার কি সেখানেও থাবা বসাতে চলেছেন তৃণমূলের ভাইপো? সর্বভারতীয় স্তরে বিরোধী জোটের নেতাদের কাছে হিরো হওয়ার জন্যই কি দিল্লিতে গিয়ে এই দাবি করে বসলেন পিসির গুণধর ভাইপো? ইতিমধ্যেই একটি খবর প্রকাশ্যে আসার পরেই এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশেষ সূত্র মারফত খবর, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই জোটের সমস্ত নেতাদের সামনে তৃণমূলের প্রতিনিধি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তার সঙ্গে বিজেপি তিনজন সাংসদ যোগাযোগ রাখছেন। স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি আবার একটা বড় মাপের দলবদল দেখবে বাংলা? অনেকে বলছেন, বাংলায় বর্তমান বিজেপি নেতৃত্বকে এখনই নিজেদের সাংসদ ধরে রাখার দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে। কারণ তা না হলে বড় খেলা হয়ে যেতে পারে। যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতাদের কাছে করেছেন, তা যদি বাস্তব হয়, তাহলে বিজেপিকে তাদের ঘরের লোক অবিলম্বে চেনার কাজটা শুরু করে দিতে হবে।

তবে বিজেপির একটি অংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এসব গরমাগরম কথা বলে কোনো লাভ নেই। ভাইপোর কোনো ক্ষমতা নেই বিজেপির একজন সাংসদকেও নিজেদের দিকে নিয়ে যাওয়ার। তিনি ইন্ডি জোটের নেতাদের কাছে নিজের পিসিকে সেরা করার জন্য এবং নিজে হিরো হওয়ার জন্যই এই সমস্ত অবাঞ্ছিত দাবি করছেন বলেই মত গেরুয়া শিবিরের।‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!