এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “জেতার সম্ভাবনা কম, দুই নম্বরে থাকবে” বিজেপির চাপ বাড়িয়ে বিস্ফোরক দিলীপ!

“জেতার সম্ভাবনা কম, দুই নম্বরে থাকবে” বিজেপির চাপ বাড়িয়ে বিস্ফোরক দিলীপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে অনুষ্ঠিত হয়েছে সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতারা দাবি করেছেন, এবার তাদের ভালো ফল হওয়ার আশা রয়েছে। গতবার বিধানসভা নির্বাচনের সময় তারা এই কেন্দ্রে দ্বিতীয় স্থান দখল করেছিলেন। তবে এবার কিছু একটা মিরাকেল হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয় নিয়ে গেরুয়া শিবিরের চাপ বাড়িয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে নিজের দলকে নিয়ে জেতার সম্ভাবনা কম, দুই নম্বরে থাকবে বলে মন্তব্য করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “আগেরবার আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। এবারও হয়তো তাই থাকব। জেতার সম্ভাবনা কম, হয়তো দ্বিতীয় স্থানে থাকব। তবে ফলাফল ঘোষণার আগে কিছুই বলা সম্ভব নয়।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে যখন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা দলের ভালো ফলাফল আশা করছেন, তখন দিলীপ ঘোষের এই মন্তব্য গেরুয়া শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!