এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঝড়ের গতিবিধি দেখতে মৌসম ভবন থেকে নবান্ন সর্বত্র টহল রাজ্যপাল জগদীপ ধনকরের

ঝড়ের গতিবিধি দেখতে মৌসম ভবন থেকে নবান্ন সর্বত্র টহল রাজ্যপাল জগদীপ ধনকরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে এই মুহূর্তের সব থেকে বড় খবর ঘূর্ণিঝড় যশ। গত বছর আমফানের স্মৃতি এখনো তরতাজা হয়ে রয়েছে। তার মধ্যেই নতুন করে আবারও যশের আগমন। সব মিলিয়ে তীব্র আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় যশ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে এবং আগামীকাল দুপুর 12 টায় দীঘার অনতিদূরে উড়িষ্যার বালাসোরে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে, উড়িষ্যার উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও তার লেজের ঝাপটা কিন্তু খেতে হবে বাংলাকেও। ইতিমধ্যেই রাজ্য সরকার সবরকম ব্যবস্থা গ্রহণ করছে পরিস্থিতি সামাল দিতে। পাশাপাশি রাজ্যপালও রাজভবন ছেড়ে বেরিয়ে পড়েছেন।

অন্যদিকে এবার ঘূর্ণিঝড় নিয়ে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে আসরে নেমেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজকে তিনি মৌসম ভবন পৌঁছে যান। সেখানে তিনি আবহাওয়া সংক্রান্ত যাবতীয় খোঁজখবর নেন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু রাজ্যপাল আবহাওয়া সংক্রান্ত উৎকণ্ঠা প্রকাশের সাথে সাথে রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও বলতে ছাড়েননি। মঙ্গলবার ঘূর্ণিঝড়ের গতিবিধির খবর নিতে মৌসম ভবনে পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনকর। সেখানেই তিনি দীর্ঘক্ষণ পূর্বাঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা চালান। এরপর যখন তিনি আবহাওয়া দপ্তর থেকে বের হন, তখন সাংবাদিকদের মুখোমুখি হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেসময় ঘূর্ণিঝড় মোকাবিলা প্রসঙ্গে রাজ্যের মানুষের ভোগান্তির কথা বলতে গিয়ে বাংলার ভোট পরবর্তী হিংসার কথা টেনে আনেন। প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল জগদীপ ধনকরকে বিভিন্ন জেলায় সফর করতে দেখা গিয়েছে নির্বাচনী হিংসার পরিপ্রেক্ষিতে। যদিও এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর দীর্ঘ বাদানুবাদ হয়। তবে মৌসম ভবনের সাংবাদিক বৈঠক থেকে তিনি ভোট-পরবর্তী হিংসার কথা বললেও  পাশাপাশি এও জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য যাতে একসাথে কাজ করতে পারে সেদিকে তিনি লক্ষ্য রাখছেন। একই সাথে তিনি রাজ্য সরকার যে খুব ভালো কাজ করছে সে কথাও স্বীকার করেছেন।

রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর কথা হয়েছে বলেও জানা গেছে। পাশাপাশি মৌসম ভবন থেকে বেরিয়ে রাজ্যপাল সোজা পৌঁছে গিয়েছেন নবান্নে। সেখানে নবান্নের ওয়্যাররুমে মুখ্যমন্ত্রীর পাশাপাশি দেখা যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকরকেও। স্পষ্টতই বোঝা যাচ্ছে রাজ্যে আগত ঘূর্ণিঝড় নিয়ে রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকরও যথেষ্ট উদ্বিগ্ন। আপাতত বিতর্ককে দূরে সরিয়ে রেখে সাধারণ মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর দিকেই নজর এখন রাজনৈতিক কর্ণধারদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!