এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ঝাড়গ্রামে বদল হলো তৃণমূলের সভাপতি, জেনে নিন বিস্তারিত

ঝাড়গ্রামে বদল হলো তৃণমূলের সভাপতি, জেনে নিন বিস্তারিত


সুদীপ্ত মাহাত (ঝাড়গ্রাম ):  পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের আশানুরূপ ফল না হাওয়ায় ঝাড়্গ্রাম জেলার পাঁচটি ব্লক সভাপতিকে সরিয়ে নতুন প্রজন্মকে নিয়ে হল। এদিন সোমবার কোলকাতায় শাসক দলের একটি বৈঠকে পুরানোদের সরিয়ে নতুনদের নাম ঘোষনা করা হয়। উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের জেলা গুলিতে শাসকদলের আশানুরুপ ফল না হওয়ায় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতি মহলে সমালোচনার ঝড় উঠেছিল। তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেই নজিরবিহীন বৈঠক করলেন তৃণমূল নেত্রী। এর আগেও দু বার ঝাড়্গ্রাম জেলায় শাসক দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেছেন তৃণমূলের মহাসচিব তথা শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠক থেকেই তিনি আগাম বার্তা দিয়েছিলেন বড়সড় রদবদলের। আর এদিন জল্পনা বাড়িয়ে শুধুমাত্র একটি জেলা নিয়েই প্রথম বৈঠক করলেন নেত্রী। জল্পনা আগে থেকেই চলছিলোযে তিনি বড়  সিধান্ত নিতে পারেন। আর এদিন ঝাড়গ্রাম নিয়ে বিরক্ত নেত্রী ৮টি ব্লকের মধ্যে ৫টি ব্লকের সভাপতিই বদল করে দিলেন। জেলার মোট আটটি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকের ব্লক সভাপতিকে সরিয়ে নতুনদেরকে নিয়ে আসা হয়েছে। যারা আগে ছিলেন, সাঁকরাইল ব্লকের ব্লক সভাপতি তপন পট্টনায়েক, তার জায়গায় নিয়ে আসা হয়েছে, সোমনাথ মহাপাত্রকে বিনপুর এক ব্লকের ব্লক সভাপতি ছিলেন, বনবিহারী রায়, তার জায়গায় নিয়ে আসা হয়েছে শ্যামল মাহাতকে। এবং বিনপুর দুই ব্লকের সভাপতি ছিলেন বংশিবদন মাহাত তার জায়গায় নিয়ে আসা হয়েছে বুবাই মাহাতকে। জাম্বনীর ব্লক সভাপতি ছিলেন জগদীশ মাহাত তাঁকে পরিবর্তন করে তার জায়গায় নিয়ে আসা হয়েছে নিশিথ মাহাতকে, ঝাড়্গ্রামের ব্লক সভাপতির পদে ছিলেন অনিল মন্ডল, তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে রবীন্দ্রনাথ মাহাতকে। জানা গেছে যে পুরনো নেতাদের কেন কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন তিনি এদিনের বৈঠকে। পাশাপাশি মাহাতো সম্প্রদায়কে গুরুত্ব দেওয়ার ব্যাপারে জোর দেন তিনি। প্রসঙ্গত, এবারের পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলায় গ্রাম পঞ্চায়েত স্তরে খারাপ ফল হয় তৃণমূলের। ৩৪৭টি আসন তৃণমূল পেলেও, বিজেপি সামনে টক্কর দিয়ে ৩১২টি আসনে জয়লাভ করেছে। জানা গেছে মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই ঝাড়গ্রামে সভা করার কথা জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!