এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ গেরুয়া শিবিরের প্রতি, তীব্র সমালোচনা শুরু

ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ গেরুয়া শিবিরের প্রতি, তীব্র সমালোচনা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন যত কাছে আসছে ততই শাসক-বিরোধী উভয় শিবিরের আক্রমণের ঝাঁজ বাড়ছে। আর দুই সপ্তাহ পরেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম দফা। তার আগেই রাজ্যের শাসক দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে জোরদার প্রচার চালাচ্ছেন। যদিও এই প্রচার কর্মসূচিতে তাঁর কিছুটা বাধা সৃষ্টি হয়েছে পায়ে আঘাত লাগার জন্য। কিন্তু হুইল চেয়ারে বসে জেলায় জেলায় তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। আর এবার প্রচারে গিয়ে বড়োসড়ো অভিযোগ করলেন তিনি গেরুয়া শিবিরের উদ্দেশ্যে। বুধবার গোপীবল্লভপুরের  জনসভায় গিয়ে ঝাড়গ্রামের উন্নয়ন নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তিনি সর্বসমক্ষে। পাশাপাশি গেরুয়া শিবিরকেও আক্রমণ চালিয়েছেন সমান তালে। এদিন তিনি মঞ্চে হুইল চেয়ারে বসে জানালেন, ঝাড়গ্রামে চলছে সার্কিট ট্যুরিজম এর কাজ। এখানে পর্যটনশিল্প যাতে প্রসার লাভ করে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, ভারতের সব থেকে ভ্রষ্টাচারী দল বিজেপি ক্রমাগত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে সমস্ত জায়গায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী এদিন দুয়ারে রেশন প্রকল্প নিয়েও কথা বলেন। মুখ্যমন্ত্রী এদিন উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভোটের ব্যাপারটি ছেড়েছেন। রাজ্যে কে থাকবে আর কে থাকবেনা, সে ব্যাপারটি যাতে মানুষ ঠিক করে সেরকমই কথা বলেছেন।

এদিন তৃণমূল নেত্রী পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন, গেরুয়া শিবিরের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে ভোট দেবার জন্য। অবশ্য এই অভিযোগ মুখ্যমন্ত্রী আগেও করেছিলেন এবং বলেছিলেন টাকা দিলে যেন মানুষ নিয়ে নেয় কিন্তু ভোট যেন তৃণমুলকেই দেয় সবাই। অন্যদিকে বিগত বেশ কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরের প্রার্থীদের পেছনে রয়েছে বড়োসড়ো টাকার অংক। অবশ্যই একথার সত্যতা এখনো জানা যায়নি। অন্যদিকে মুখ্যমন্ত্রী বরাবরের মতো এবারেও বিজেপিকে বহিরাগত বলে উল্লেখ করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ঝাড়গ্রামের উন্নতির জন্য মানুষ এখন ঝাড়গ্রামকে জঙ্গল সুন্দরী বলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল কংগ্রেস সরকার মাহাতোদের জন্য কূর্মী বোর্ড তৈরি করেছে। পাশাপাশি বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মুর জন্মদিন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে নিজের আহত হওয়া প্রসঙ্গে এদিন মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, যেহেতু তাঁর পায়েই শক্তি। তাই তাঁর পাকেই আক্রমণ করেছে। তবে কে আক্রমণ করেছে, সে কথা তিনি বলেননি। একইসাথে তিনি আরও বলেন, ঝাড়খন্ডে আগে বিজেপি ছিল। তাঁরা আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে।

যেসব তৃণমূলীরা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছে, তাঁদেরকেও ছেড়ে কথা বলেননি মুখ্যমন্ত্রী। তাঁদের জন্য মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, যারা টাকাকে ভালবাসে, তাঁরাই গিয়ে বিজেপিতেধুকেছে। তাঁদেরকে গদ্দার বলে অভিহিত করেছেন। আজ ঝাড়গ্রাম এর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের দিকে যে বড়সড় অভিযোগ তুললেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোরদার সমালোচনা। এখন দেখার, ভোটের মুখে এ ধরনের অভিযোগ গেরুয়া শিবিরের ভোটের প্রচারে কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!