ক্রমশ জমাট বাঁধছে শুভেন্দু-দিলীপ জুটি! জঙ্গলমহলে পদ্মের অটুট দূর্গ বানাতে করলেন নয়া অঙ্গীকার পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া বিজেপি রাজনীতি রাজ্য January 28, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ঝাড়গ্রামের জামদা সার্কাস ময়দানে সভা করছেন শুভেন্দু অধিকারী। আজকের এই সভায় যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল নন্দীগ্রামে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। যেখান থেকে তিনি শাসকদল তৃণমূলকে ভোকাট্টা করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন। আজকের সভা থেকেও তিনি তীব্র কটাক্ষ করলেন তাঁর পূর্ব দলকে। জনসভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাই সকলকে পদ্মফুলে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করার কথা জানালেন তিনি। তিনি জানালেন যে, তৃণমূলের জন্য তিনি যে পরিশ্রম করেছেন। তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করবেন বিজেপিকে জেতাতে। তৃণমূল জোর করে সাধারণ মানুষদের মিটিং নিয়ে যেত। তৃণমূলের মুখপাত্র ২৬ দিন ধরে বন্ধ করে রেখেছিলেন ঝাড়গ্রাম। শুভেন্দু অধিকারী জানালেন সমস্ত কিছুই সরকারি টাকায় করা হয়। নবান্ন এতদিন যে নির্দেশ দিত, তাই করতে হতো তাঁকে। তিনি জানালেন যে, এই বিচ্ছিন্নতাবাদী পার্টিকে কেউ যেন বিশ্বাস না করেন। তিনি দাবি করেছেন যে, বিজেপি যা করেছে, তা কেউ কোনদিন করেনি। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী পেতে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাশ্রী পাবেন। ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবার অনুরোধ জানালেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি জানালেন যে, তোলাবাজ ভাইপো বললেই কাঁপতে কাঁপতে রাগতে রাগতে সভা করছেন তিনি। তিনি জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে যদি পরাস্ত না করা যায়, তবে মানুষের কিডনি পাচার হয়ে যাবে। তিনি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তাঁর ” কৃষ্ণ কৃষ্ণ হরে হরে” স্লোগান চুরি করেছেন। তিনি জানালেন যে, তৃণমূলকে শ্মশানে নিয়ে যেতে হবে। স্বচ্ছ ভারত অভিযানের টাকা তৃণমূল লুট করেছে। সাইকেলের টাকাও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসে। তৃণমূলকে ঝেটিয়ে বিদায়ের নিদান দিলেন তিনি। শুভেন্দু অধিকারী জানালেন যে, তৃণমূলকে এমন ভাবে পরাজিত করতে হবে, যাতে তৃণমূলের লোকেরা ঝাড়গ্রামে ঢোকার সাহস সাহস দেখাতে পারেন। জনতার উদ্দেশে তিনি জানালেন যে, তৃণমূলকে এমন শিক্ষা দিতে যাতে গঙ্গার এপারে তৃণমূল না আসতে পারে। পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য সবাইকে নিয়ে লড়াই করা হবে। সোনার বাংলা করা হবে। সবাইকে গ্রহণ করা হবে বলে জানালেন তিনি। শুভেন্দু অধিকারী জানালেন জানালেন যে, রাম মন্দির নির্মাণের উদ্দেশ্যে ৫১ হাজার টাকা অর্থ দান করেছেন তিনি। জনতার উদ্দেশ্যে জানালেন, রাম মন্দির নির্মাণ করতে ১০ টাকা হলেও অর্থ দান করতে। এর পরই তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন যে, এই দল কোন ভদ্রলোকের দল নয় । যারা ভদ্রলোক ছিলেন তাঁরা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন। রাস্তায় বেরোলে মা-বোনেদের আঁচল ধরে টানা হয়। যুবকেরা চাকরি পান না। মুখ্যমন্ত্রী বলেছেন, এগিয়ে বাংলা। কিন্তু বাংলা এগিয়ে খুন আর ধর্ষণে। বাংলা ছেড়ে অন্যত্র কাজ করতে গেছেন যারা, তাদেরকে ফিরিয়ে আনার জন্য পরিবর্তন প্রয়োজন বলে জানালেন শুভেন্দু অধিকারী। আপনার মতামত জানান -