এখন পড়ছেন
হোম > জাতীয় > ঝাড়খন্ডের শপথগ্রহণ কি বিজেপিবিরোধী জোটের শক্তিমঞ্চ? বিজেপির চাপ বাড়িয়ে জল্পনা

ঝাড়খন্ডের শপথগ্রহণ কি বিজেপিবিরোধী জোটের শক্তিমঞ্চ? বিজেপির চাপ বাড়িয়ে জল্পনা

 

লোকসভা নির্বাচনের আগে এদেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এককাট্টা হয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রের ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। পরে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল দেখা দিয়েছিল।

সেভাবে বিজেপির বিরুদ্ধে জোট শক্তিকে প্রতিষ্ঠা করতে পারেননি তাঁরা। তবে এবার ঝাড়খন্ডে বিজেপি সরকার পর্যুদস্ত হওয়ায় এবং কংগ্রেস-জেএমএম জোট সরকার গঠন করায় বাড়তি অক্সিজেন পাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। অতীতে কর্নাটকে এইচডি কুমারস্বামীর শপথ গ্রহণে বিরোধী দলের নেতা-নেত্রীদের সমবেত প্রতিচ্ছবি দেখা গিয়েছিল। আর এবার ঝাড়খন্ডেও সেই চিত্র দেখা যেতে পারে বলে মনে করছে একাংশ।

জানা গেছে, আগামী 29 ডিসেম্বর রবিবার রাঁচিতে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রধান মুখরা উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিনের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রবীণ কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, পি চিদাম্বরম, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, আরজেডির লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর ইতিমধ্যেই সেই আমন্ত্রণ পাওয়ার সাথে সাথেই হেমন্ত সোরেনের এই শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী। আর যদি অন্যান্য বিরোধী জোটের নেতারা ঝাড়খণ্ডের এই নতুন সরকারের শপথ গ্রহণের উপস্থিত থাকেন, তাহলে সেদিক থেকে ঝাড়খণ্ডের এই মঞ্চ বিরোধী জোটের শক্তি মঞ্চ বলেই পরিণত হবে বলে মনে করছে একাংশ। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়! সব বিরোধী দলের মধ্যে সমন্বয় বজায় থাকে কিনা! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!