এখন পড়ছেন
হোম > জাতীয় > ঝাড়খন্ড বিধানসভা ভোটে বিজেপির ভাগ্যে কি আছে ? নয়া সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ঝাড়খন্ড বিধানসভা ভোটে বিজেপির ভাগ্যে কি আছে ? নয়া সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

 

একদিকে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়া, আর অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধীদের সাঁড়াশি চাপে জেরবার ভারতীয় জনতা পার্টি।‌ আর এরই মাঝে ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি আর ক্ষমতায় ফিরছেন না বলে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস এবং কশিস নিউজের সমীক্ষায় উঠে এসেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সরেন এর পুত্র হেমন্ত সোরেনের নেতৃত্বে এবার ঝাড়খণ্ডে মুক্তি মোর্চা কংগ্রেস এবং আরজেডি জোট সরকারে আসতে চলেছে। অন্যদিকে এনডিটিভি এবং এবিপি-সি ভোটার অতীতে এই ঝাড়খন্ড বিধানসভায় ত্রিশঙ্কু হওয়ার সমীক্ষা প্রকাশ করেছিল। কিন্তু এবার সেই সমীক্ষক সংস্থাও কংগ্রেস এবং জেএমএম বিজেপি থেকে বেশি আসন পেতে পারে বলে দাবি করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ঝাড়খন্ডে বিজেপি 37 টি আসন পেয়েছিল। তারপর অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে জোট বেঁধে তারা সরকার গঠন করে। তবে এবার 2019 এর ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে সেই অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন দলের সঙ্গে জোট হয়নি ভারতীয় জনতা পার্টির। ফলে সেদিক থেকে প্রথম থেকেই কিছুটা চাপে রয়েছে গেরুয়া শিবির। জানা গেছে, দুই দলের মধ্যে জোট ভেঙে যাওয়ায় বিরোধীরা এখানে অনেকটাই সুবিধা করে নিতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, এবিপি সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে যে, এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়খন্ডে কংগ্রেস-জেএমএম জোট 35 এবং বিজেপি জোট 32 টি আসন পাবে। অন্যদিকে ইন্ডিয়া টুডে অ্যাক্সিসের সমীক্ষাতে বলা হয়েছে যে, বিজেপি 22 থেকে 32 টি আসন এবং কংগ্রেস- জেএমএম জোট 38 থেকে 50 টি আসন পেতে পারে।

এছাড়াও এনডিটিভির সমীক্ষায় কংগ্রেস জোটকে 40 টি এবং বিজেপিকে 29 টি আসন দেওয়া হয়েছে। একইভাবে ঝাড়খণ্ডের স্থানীয় কশিশ নিউজের সমীক্ষাতেও বিজেপির বদলে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস জোট বলে দাবি করা হয়েছে। যেখানে কংগ্রেস জোট 37 থেকে 43 এবং বিজেপি 25 থেকে 30 টি আসন পেতে পারে বলে মনে করছে এই সমীক্ষক সংস্থা।

বিশ্লেষকরা বলছেন, প্রায় কমবেশি সব সমীক্ষাতেই ঝাড়খণ্ডের ক্ষমতায় কংগ্রেস-জেএমএম জোটকে এগিয়ে রাখায় বিজেপি যে এখানে অনেকটাই বিপাকে পড়তে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত প্রায় সকলেই। তবে সমীক্ষার সঙ্গে বাস্তবের ফলাফল মেলে কিনা, এখন সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!