এখন পড়ছেন
হোম > জাতীয় > ঝাড়খন্ড ফলাফল লাইভ – রাত ১১:০০ টা, অবশেষে ঘোষিত ৮১ টি আসনেরই সরকারি ফলাফল

ঝাড়খন্ড ফলাফল লাইভ – রাত ১১:০০ টা, অবশেষে ঘোষিত ৮১ টি আসনেরই সরকারি ফলাফল


বিহার থেকে পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করার পর – এই প্রথম কোনো সরকার নিজেদের ৫ বছরের মেয়াদ পূর্ণ করল। বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাস নিজের মেয়াদ শেষ করার পরে – এই নির্বাচনে যাওয়ার আগে থেকেই মনে করা হচ্ছিল, কঠিন লড়াইয়ের মুখে পড়তে চলেছেন তিনি। কিন্তু নির্বাচনের পর প্রায় সমস্ত এক্সিট পোলেই দেখানো হয়েছে – ঝাড়খন্ড বিজেপির হাত থেকে যেতে চলেছে।

আর এবার এক্সিট পোলের ফলের সঙ্গে সামঞ্জস্য রেখে সত্যিই ঝাড়খণ্ডে হেরে গেল বিজেপি। বাজিমাত করল কংগ্রেস-আরজেডি-জেএমএম মহাজোট। রঘুবর দাসের হাত থেকে ঝাড়খণ্ডের দায়িত্ব হেমন্ত সরেনের হাতে যাওয়া প্রায় পাকা। এখন শুধু বাকি সরকারি ঘোষণা। আর সেই সব খবরই সারাদিন ধরে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে প্রিয় বন্ধু মিডিয়া। একনজরে দেখে নিন শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের সর্বশেষ ফলাফল –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের ভোটগণনার ফলাফল নিম্নরূপ –
মোট আসন – ৮১
ঘোষিত – ৮১
জেএমএম – ৩০
বিজেপি – ২৫
কংগ্রেস – ১৬
আরজেডি – ১
আজসু – ২
জেভিএম – ৩
এনসিপি – ১
সিপিএমএল – ১
নির্দল – ২

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ৮১ টি আসনের সরকারি ফলাফল –
১. রাজমহল – বিজেপি ১২,৩৭২ ভোটে জয়ী
২. বড়িও – জেএমএম ১৭,৯২৪ ভোটে জয়ী
৩. বাড়েট – জেএমএম ২৫,৭৪০ ভোটে জয়ী
৪. লিট্টিপাড়া – জেএমএম ১৩,৯০৩ ভোটে জয়ী
৫. পাকুড় – কংগ্রেস ৬৫,১০৮ ভোটে জয়ী

৬. মহেশপুর – জেএমএম ৩৪,১০৬ ভোটে জয়ী
৭. শিকারিপাড়া – জেএমএম ২৯,৪৭১ ভোটে জয়ী
৮. নালা – জেএমএম ৩,৫২০ ভোটে জয়ী
৯. জামতারা – কংগ্রেস ৩৮,৭৪১ ভোটে জয়ী
১০. দুমকা – জেএমএম ১৩,১৮৮ ভোটে জয়ী

১১. জামা – জেএমএম ২,৪২৬ ভোটে জয়ী
১২. জারমুন্ডি – কংগ্রেস ৩,০৯৯ ভোটে জয়ী
১৩. মধুপুর – জেএমএম ২৩,০৬৯ ভোটে জয়ী
১৪. সারাথ – বিজেপি ২৮,৭২০ ভোটে জয়ী
১৫. দেওঘর – বিজেপি ২,৬২৪ ভোটে জয়ী

১৬. পোরেয়াহাট – জেভিএম ১৩,৫৯৭ ভোটে জয়ী
১৭. গোড্ডা – বিজেপি ৪,৫১২ ভোটে জয়ী
১৮. মহাগমা – কংগ্রেস ১২,৪৯৯ ভোটে জয়ী
১৯. কোডারমা – বিজেপি ১,৭৯৭ ভোটে জয়ী
২০. বড়কাঠা – নির্দল ২৪,৮১২ ভোটে জয়ী

২১. বাড়ি – কংগ্রেস ১১,৩৭১ ভোটে জয়ী
২২. বড়কাগাঁও – কংগ্রেস ৩১,৫১৪ ভোটে জয়ী
২৩. রামগড় – কংগ্রেস ২৮,৭১৮ ভোটে জয়ী
২৪. মান্ডু – বিজেপি ২,০৬২ ভোটে জয়ী
২৫. হাজারিবাগ – বিজেপি ৫১,৮১২ ভোটে জয়ী

২৬. শিমারিয়া – বিজেপি ১০.৯৯৬ ভোটে জয়ী
২৭. ছাতরা – আরজেডি ২৪,০৫৫ ভোটে জয়ী
২৮. ধানোয়ার – জেভিএম ১৭,৫৫০ ভোটে জয়ী
২৯. বাগদার – সিপিএমএল ১৪,৫৪৫ ভোটে জয়ী
৩০. জামুয়া – বিজেপি ১৮,১৭৫ ভোটে জয়ী

৩১. গাণ্ডে – জেএমএম ৮,৮৫৫ ভোটে জয়ী
৩২. গিরিডি – জেএমএম ১৫,৮৮৪ ভোটে জয়ী
৩৩. ডুমরি – জেএমএম ৩৪,২৮৮ ভোটে জয়ী
৩৪. গোমিয়া – আজসু ১০,৯৩৭ ভোটে জয়ী
৩৫. বর্ম – কংগ্রেস ২৫,১৭২ ভোটে জয়ী

৩৬. বোকারো – বিজেপি ১৩,৩১৩ ভোটে জয়ী
৩৭. চন্দনক্যারি – বিজেপি ৯,২১১ ভোটে জয়ী
৩৮. সিন্দ্রি – বিজেপি ৮,২৫৩ ভোটে জয়ী
৩৯. নির্ষা – বিজেপি ২৫,৪৫৮ ভোটে জয়ী
৪০. ধানবাদ – বিজেপি ৩০,৬২৯ ভোটে জয়ী

৪১. ঝরিয়া – কংগ্রেস ১২,০৫৪ ভোটে জয়ী
৪২. তুন্দি – জেএমএম ২৫,৬৫৯ ভোটে জয়ী
৪৩. বাঘমারা – বিজেপি ৮২৪ ভোটে জয়ী
৪৪. বাহারগোড়া – জেএমএম ৬০,৫৬৫ ভোটে জয়ী
৪৫. ঘাটশিলা – জেএমএম ৬,৭২৪ ভোটে জয়ী

৪৬. পটকা – জেএমএম ৪৩,১১০ ভোটে জয়ী
৪৭. যুগসলাই – জেএমএম ২১,৯৩৪ ভোটে জয়ী
৪৮. জামশেদপুর-পূর্ব – নির্দল ১৫,৮৩৩ ভোটে জয়ী
৪৯. জামশেদপুর-পশ্চিম – কংগ্রেস ২২,৫৮৩ ভোটে জয়ী
৫০. ইছাগড় – জেএমএম ১৮,৭১০ ভোটে জয়ী

৫১. সরাইকেল্লা – জেএমএম ১৫,৫৬৭ ভোটে জয়ী
৫২. চাইবাসা – জেএমএম ২৬,১৫৯ ভোটে জয়ী
৫৩. মাঝগানন – জেএমএম ৪৭,১৯২ ভোটে জয়ী
৫৪. জগন্নাথপুর – কংগ্রেস ১১,৬০৬ ভোটে জয়ী
৫৫. মনোহরপুর – জেএমএম ১৬,০১৯ ভোটে জয়ী

৫৬. চক্রধরপুর – জেএমএম ১২,২৩৪ ভোটে জয়ী
৫৭. খারাসাওয়ান – জেএমএম ২২,৭৯৫ ভোটে জয়ী
৫৮. তামার – জেএমএম ৩০,৯৭১ ভোটে জয়ী
৫৯. তর্পা – বিজেপি ৯,৬৩০ ভোটে জয়ী
৬০. খুন্তি – বিজেপি ২৬,৩২৭ ভোটে জয়ী

৬১. সিল্লি – আজসু ২০,১৯৫ ভোটে জয়ী
৬২. খিজরী – কংগ্রেস ৫,৪৬৯ ভোটে জয়ী
৬৩. রাঁচি – বিজেপি ৫,৯০৪ ভোটে জয়ী
৬৪. হাতিয়া – বিজেপি ১৬,২৬৪ ভোটে জয়ী
৬৫. কানকে – বিজেপি ২২,৫৪০ ভোটে জয়ী

৬৬. মন্দার – জেভিএম ২৩,১২৭ ভোটে জয়ী
৬৭. সিসাই – জেএমএম ৩৮,৪১৮ ভোটে জয়ী
৬৮. গুমলা – জেএমএম ৭,৬৬৭ ভোটে জয়ী
৬৯. বিষ্ণুপুর – জেএমএম ১৭,৩৮২ ভোটে জয়ী
৭০. সিমদেগা – কংগ্রেস ২৮৫ ভোটে জয়ী

৭১. কোলেবিরা – কংগ্রেস ১২,৩৩৮ ভোটে জয়ী
৭২. লোহারডাগা – কংগ্রেস ৩০,১৫০ ভোটে জয়ী
৭৩. মনিকা – কংগ্রেস ১৬,২৪০ ভোটে জয়ী
৭৪. লাতেহার – জেএমএম ১৬,৩২৮ ভোটে জয়ী
৭৫. পানকি – বিজেপি ৩৭,১৯০ ভোটে জয়ী

৭৬. ডালটনগঞ্জ – বিজেপি ২১,৫১৭ ভোটে জয়ী
৭৭. বিশ্রামপুর – বিজেপি ৮,৫১৩ ভোটে জয়ী
৭৮. ছাত্তারপুর – বিজেপি ২৬,৭৯২ ভোটে জয়ী
৭৯. হুসেনবাদ – এনসিপি ৯,৮৪৯ ভোটে জয়ী
৮০. গাড়োয়া – জেএমএম ২৩,৫২২ ভোটে জয়ী
৮১. ভবনাথপুর – বিজেপি ৩৯,৯০৪ ভোটে জয়ী

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!