এখন পড়ছেন
হোম > জাতীয় > ঝাড়খন্ড ফলাফল লাইভ – বিকেল ৪:৩০ টা, যে ৪৯ টি আসনে জয়-পরাজয় কার্যত নিশ্চিত

ঝাড়খন্ড ফলাফল লাইভ – বিকেল ৪:৩০ টা, যে ৪৯ টি আসনে জয়-পরাজয় কার্যত নিশ্চিত


বিহার থেকে পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করার পর – এই প্রথম কোনো সরকার নিজেদের ৫ বছরের মেয়াদ পূর্ণ করল। বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাস নিজের মেয়াদ শেষ করার পরে – এই নির্বাচনে যাওয়ার আগে থেকেই মনে করা হচ্ছিল, কঠিন লড়াইয়ের মুখে পড়তে চলেছেন তিনি। কিন্তু নির্বাচনের পর প্রায় সমস্ত এক্সিট পোলেই দেখানো হয়েছে – ঝাড়খন্ড বিজেপির হাত থেকে যেতে চলেছে।

সত্যিই কি ঝাড়খণ্ডে হেরে যাবে বিজেপি? বাজিমাত করবে কংগ্রেস-আরজেডি-জেএমএম মহাজোট? নাকি সব হিসেব উল্টে দেবে বিজেপি? ঝাড়খণ্ডের ভোটগণনার সব খবর সবার আগে – চোখ রাখুন প্রিয় বন্ধু মিডিয়ার পেজে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের ভোটগণনার ফলাফল নিম্নরূপ –
মোট আসন – ৮১
গণনা চলছে/ঘোষিত – ৮১
বিজেপি – ২৪
জেএমএম কংগ্রেস আরজেডি জোট – ৪৬
[জেএমএম – ২৭
কংগ্রেস – ১৪
আরজেডি – ৫]
জেভিএম – ৩
আজসু – ৪
অন্যান্য – ৪

যে সব আসনে ফলাফল প্রায় নিশ্চিত –
১. রাজমহল – বিজেপি ৩৫ হাজার ভোটে এগিয়ে
২. বড়িও – জেএমএম ১৫ হাজার ভোটে এগিয়ে
৩. বাড়েট – জেএমএম ১৪ হাজার ভোটে এগিয়ে
৫. পাকুড় – কংগ্রেস ৫২ হাজার ভোটে এগিয়ে
৬. মহেশপুর – জেএমএম ২৩ হাজার ভোটে এগিয়ে
৭. শিকারিপাড়া – জেএমএম ২৯ হাজার ভোটে এগিয়ে
৯. জামতারা – কংগ্রেস ৩০ হাজার ভোটে এগিয়ে

১৩. মধুপুর – জেএমএম ১১ হাজার ভোটে এগিয়ে
১৪. সারাথ – বিজেপি ১৪ হাজার ভোটে এগিয়ে
১৬. পোরেয়াহাট – জেভিএম ১৩ হাজার ভোটে এগিয়ে
২০. বড়কাঠা – নির্দল ২০ হাজার ভোটে এগিয়ে
২১. বাড়ি – কংগ্রেস ১০ হাজার ভোটে এগিয়ে
২২. বড়কাগাঁও – কংগ্রেস ২১ হাজার ভোটে এগিয়ে
২৩. রামগড় – কংগ্রেস ১০ হাজার ভোটে এগিয়ে

২৫. হাজারিবাগ – বিজেপি ১৯ হাজার ভোটে এগিয়ে
২৭. ছাতরা – আরজেডি ১৭ হাজার ভোটে এগিয়ে
২৮. ধানোয়ার – জেভিএম ২২ হাজার ভোটে এগিয়ে
৩৩. ডুমরি – জেএমএম ১৯ হাজার ভোটে এগিয়ে
৩৪. গোমিয়া – আজসু ১১ হাজার ভোটে এগিয়ে
৩৫. বর্ম – কংগ্রেস ২৫ হাজার ভোটে এগিয়ে
৩৯. নির্ষা – বিজেপি ১৬ হাজার ভোটে এগিয়ে

৪০. ধানবাদ – বিজেপি ১৪ হাজার ভোটে এগিয়ে
৪২. তুন্দি – জেএমএম ১৮ হাজার ভোটে এগিয়ে
৪৪. বাহারগোড়া – জেএমএম ৪৯ হাজার ভোটে এগিয়ে
৪৬. পটকা – জেএমএম ১৩ হাজার ভোটে এগিয়ে
৪৭. যুগসলাই – জেএমএম ১৪ হাজার ভোটে এগিয়ে
৫১. সরাইকেল্লা – জেএমএম ১০ হাজার ভোটে এগিয়ে
৫২. চাইবাসা – জেএমএম ১২ হাজার ভোটে এগিয়ে

৫৩. মাঝগানন – জেএমএম ৪৬ হাজার ভোটে এগিয়ে
৫৪. জগন্নাথপুর – কংগ্রেস ১১ হাজার ভোটে এগিয়ে
৫৫. মনোহরপুর – জেএমএম ১৫ হাজার ভোটে এগিয়ে
৫৬. চক্রধরপুর – জেএমএম ১৩ হাজার ভোটে এগিয়ে
৫৭. খারাসাওয়ান – জেএমএম ১৮ হাজার ভোটে এগিয়ে
৫৮. তামার – জেএমএম ২৭ হাজার ভোটে এগিয়ে
৬০. খুন্তি – বিজেপি ২৬ হাজার ভোটে এগিয়ে

৬১. সিল্লি – আজসু ১৯ হাজার ভোটে এগিয়ে
৬৪. হাতিয়া – বিজেপি ১১ হাজার ভোটে এগিয়ে
৬৫. কানকে – বিজেপি ১১ হাজার ভোটে এগিয়ে
৬৬. মন্দার – জেভিএম ১৫ হাজার ভোটে এগিয়ে
৬৭. সিসাই – জেএমএম ২৯ হাজার ভোটে এগিয়ে
৬৮. গুমলা – জেএমএম ১৩ হাজার ভোটে এগিয়ে
৭১. কোলেবিরা – কংগ্রেস ১২ হাজার ভোটে এগিয়ে

৭২. লোহারডাগা – কংগ্রেস ২০ হাজার ভোটে এগিয়ে
৭৫. পানকি – বিজেপি ৩০ হাজার ভোটে এগিয়ে
৭৬. ডালটনগঞ্জ – বিজেপি ২২ হাজার ভোটে এগিয়ে
৭৮. ছাত্তারপুর – বিজেপি ১৩ হাজার ভোটে এগিয়ে
৭৯. হুসেনবাদ – এনসিপি ১০ হাজার ভোটে এগিয়ে
৮০. গাড়োয়া – জেএমএম ১৪ হাজার ভোটে এগিয়ে
৮১. ভবনাথপুর – বিজেপি ২৩ হাজার ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!