ঝাড়খন্ড ফলাফল লাইভ – সকাল ১০:১৫ টা, বাড়ছে জোটের হাসি, বিজেপির অঙ্ক আরও মুস্কিল হল জাতীয় December 23, 2019 বিহার থেকে পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করার পর – এই প্রথম কোনো সরকার নিজেদের ৫ বছরের মেয়াদ পূর্ণ করল। বিজেপি মুখ্যমন্ত্রী রঘুবর দাস নিজের মেয়াদ শেষ করার পরে – এই নির্বাচনে যাওয়ার আগে থেকেই মনে করা হচ্ছিল, কঠিন লড়াইয়ের মুখে পড়তে চলেছেন তিনি। কিন্তু নির্বাচনের পর প্রায় সমস্ত এক্সিট পোলেই দেখানো হয়েছে – ঝাড়খন্ড বিজেপির হাত থেকে যেতে চলেছে। সত্যিই কি ঝাড়খণ্ডে হেরে যাবে বিজেপি? বাজিমাত করবে কংগ্রেস-আরজেডি-জেএমএম মহাজোট? নাকি সব হিসেব উল্টে দেবে বিজেপি? ঝাড়খণ্ডের ভোটগণনার সব খবর সবার আগে – চোখ রাখুন প্রিয় বন্ধু মিডিয়ার পেজে – আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - শেষ খবর পাওয়া পর্যন্ত ঝাড়খণ্ডের ভোটগণনার ফলাফল নিম্নরূপ – মোট আসন – ৮১ গণনা চলছে/ঘোষিত – ৮১ বিজেপি – ৩১ জেএমএম+কংগ্রেস+আরজেডি জোট – ৩৯ [জেএমএম – ২৫ কংগ্রেস – ১২ আরজেডি – ২] জেভিএম – ৩ আজসু – ৫ অন্যান্য – ৩ # চলছে পোস্টাল ব্যালট গণনা # মুখ্যমন্ত্রী রঘুবর দাস এগিয়ে, সরযূ রাই পিছিয়ে # বারেড থেকে জেএমএমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন পিছিয়ে # সরকার গড়তে আসন কম হলে আজসু ও জেভিএম-এর জন্য দরজা খোলা রেখেছে বিজেপি # একক বৃহত্তম দল হচ্ছে বিজেপি # সংখ্যাগরিষ্ঠতা থেকে জেএমএম-কংগ্রেস-আরজেডি মহাজোট মাত্র ২ আসন কম # সূত্রের খবর, জেএমএম-এর হেমন্ত সোরেন, সরকার গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই জেভিএম-এর বাবুলাল মারান্ডির সঙ্গে আলোচনা শুরু করছেন # তবে, আজসু, জেভিএম ও অন্যান্যদের সমর্থন পেলেই সরকার বিজেপির # মাঝে বিজেপি অনেকটা এগিয়ে গেলেও, আবার ঘুরে দাঁড়াচ্ছে জোট, ঝাড়খণ্ডের ছবি স্পষ্ট হতে এখনও ঘন্টা-দুয়েক লাগবে বলে মনে করা হচ্ছে # ৭ টি আসন এমন, যেখানে মার্জিন খুবই কম – এই ৭ আসনই ঝাড়খণ্ডের ভাগ্য ঠিক করে দেবে বলে মনে করা হচ্ছে # তবে, অন্যান্যদের মধ্যে ২ টি আসনে এগিয়ে মায়াবতীর বসপা, যাদের সমর্থন মহাজোটের সঙ্গেই থাকবে বলে মনে করা হচ্ছে # সেক্ষেত্রে সরকার গঠনের অঙ্ক থেকে ক্রমশ ছিটকে যাচ্ছে বিজেপি # সরকার গঠনের স্বপ্ন নিয়ে একা লড়া নীতিশ কুমারের জেডিইউ-এর প্রাপ্তি ০ আসন # ভরাডুবি লালুপ্রসাদ-তেজস্বী যাদবের আরজেডি-এরও, এখনো পর্যন্ত প্রাপ্তি ২ আসন আপনার মতামত জানান -