এখন পড়ছেন
হোম > অন্যান্য > সঠিক পদ্ধতিতে রাখুন ঝাড়ু, মেনে চলুন নিয়ম, কাটবে আর্থিক অনটন !

সঠিক পদ্ধতিতে রাখুন ঝাড়ু, মেনে চলুন নিয়ম, কাটবে আর্থিক অনটন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আমাদের প্রত্যেকের বাড়িতেই ঝাড়ু ব্যবহার করা হয়। কিন্তু জ্যোতিষীদের মতে এই ঝাড়ু যদি সঠিক জায়গায় রাখা হয় তবে সংসারে কোনদিন অভাব অনটন দেখা দেয় না। আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন রয়েছেই। কিন্তু অনেক ক্ষেত্রেই পরিশ্রম করা সত্ত্বেও যথার্থ পারিশ্রমিক পাওয়া যায় না। ফলে সংসারে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়। কথায় বলে ঝাড়ু হল মা লক্ষ্মীর স্বরূপ।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে অপরিষ্কার থাকলে সেখানে ঝগড়া-বিবাদ,কলহ, আর্থিক অনটন লেগেই থাকে। কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। তাই সব সময় বাড়িঘর অত্যন্ত পরিষ্কার রাখা প্রয়োজন। আর বাড়ি ঘর পরিষ্কার রাখার জন্য বেশ কয়েকটি নিয়ম যদি মেনে চলা যায় তবে সে ক্ষেত্রে গৃহস্থ বাড়িতে বেশ সুফল আসে। ঘরবাড়ি পরিষ্কার করার অন্যতম একটি উপকরণ হলো ঝাড়ু। ঝাড়ুর মাধ্যমে কয়েকটি নিয়ম মেনে যদি ঘর পরিষ্কার করা যায় তবে কখনোই ঘরে টাকা পয়সার অভাব হবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবার দেখে নেয়া যাক কিভাবে ঝাড়ু ব্যবহার করলে গৃহস্থ বাড়িতে সুফল আসতে পারে।

• বিশেষজ্ঞদের মতে ঝাড়ু কখনোই সদর দরজার সামনে রাখা উচিত নয়। আর ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত যাতে বাড়িতে ঢোকার সময় তা লোকের চোখে না পড়ে। সে ক্ষেত্রে ঝাড়ুটি যদি একটি কাপড় দিয়ে ঢেকে রাখা যায় তাতে অনেকটাই সুফল মিলবে।

• ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা ঠিক নয়। সব সময় খেয়াল রাখতে হবে ঝাড়ুটি যাতে শুইয়ে রাখা যায়। সে ক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপা গৃহস্থের উপর বজায় থাকে বলে মনে করেন জ্যোতিষীরা।

• জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী কখনোই অত্যন্ত পুরনো এবং ভাঙ্গা ঝাড়ু ব্যবহার করা উচিত নয়। কারণ ভাঙ্গা বা পুরনো ঝাড়ু দিয়ে কখনোই ঘরদোর নিখুঁতভাবে পরিষ্কার করা যায় না। ফলে মা লক্ষী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান। তাই মা লক্ষ্মী যাতে সর্বক্ষণ বাড়িতে বিরাজ করে তার জন্য নিয়মিত সময় অনুযায়ী ঝাড়ু বদলানো অত্যন্ত প্রয়োজনীয়।

• এক উচ্চমানের বিশেষজ্ঞ জানিয়েছেন বাড়ির শোয়ার ঘরে কখনোই ঝাড়ু রাখা উচিত নয়। এতে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। দুজনের দূরত্ব বাড়ে এবং সংসারে নানা সমস্যার সৃষ্টি হয়। তাই নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে কখনোই শোয়ার ঘরে ঝাড়ু রাখা যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

• এক জ্যোতিষবিদ জানিয়েছেন যেহেতু ঝাড়ু মা লক্ষ্মীর স্বরূপ তাই কখনোই ঝাড়ু পাড়ানো উচিত নয়। এতে মা লক্ষ্মীর সরাসরি গৃহস্থের ওপর পড়ে। এছাড়াও রাত্রিবেলা কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। রাত্রিবেলা ঝাড়ু দিলে সেই সাথে সৌভাগ্য‌ও বাড়ি থেকে বেরিয়ে যায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সূর্যাস্তের আগে ঘর নিখুত ভাবে পরিষ্কার করে নেওয়া উচিত। এতে মা লক্ষ্মী অত্যন্ত তুষ্ট হন এবং ঘরে আর্থিক অনটন কখনোই দেখা দেয় না।

• বাড়িতে ঝাড়ু দেওয়ার পর ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে নিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় এবং পজেটিভ এনার্জি বাড়ির চারদিক থেকে আসতে থাকে।

• আরেক বিশেষজ্ঞ জানিয়েছেন প্রতিদিন সকালে জল এবং ঝাড়ু দিয়ে বাড়ির সদর দরজার অংশ ধুয়ে ফেলা উচিত। এতে অতিরিক্ত পরিমাণে সৌভাগ্যের দেখা মেলে বলে জানিয়েছেন তিনি।

• ঝাড়ু যখন কেনা হবে তখন যদি একসাথে তিনটে ঝাড়ু কেনা যায় এবং সেক্ষেত্রে যদি দিনটি শনিবার হয় তবে তা অত্যন্ত সৌভাগ্যজনক পরিস্থিতি তৈরি করবে বলে জানিয়েছেন জ্যোতিষী গণ।

• এছাড়াও রাত্রিবেলা যদি সদর দরজা বন্ধ করে বাড়ির ঝাড়ু রেখে দেওয়া যায় তবে বাড়িতে কোন রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। ফলে গৃহস্থ বাড়ি অত্যন্ত সুখে স্বাচ্ছন্দে ভরে ওঠে।

প্রতিটি উপাচার‌ই নিজস্ব বিশ্বাসের সাথে মেনে চলতে হবে। তবেই সুফল মিলবে। তবে জ্যোতিষীদের পরামর্শ অনুযায়ী কেবলমাত্র উপাচার পালন করেই অর্থাভাব কাটবেনা। সেক্ষেত্রে মানুষের পরিশ্রমটাও অত্যন্ত প্রয়োজনীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!