এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘ঝড়া পাতা’ নিয়ে যোগ্য জবাব ফিরিয়ে দিলেন এবার নব্য বিজেপি নেতা রাজীব ব্যানার্জ্জী

‘ঝড়া পাতা’ নিয়ে যোগ্য জবাব ফিরিয়ে দিলেন এবার নব্য বিজেপি নেতা রাজীব ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কয়েকদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। দীর্ঘ সময় ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল শিবিরের দূরত্ব বেড়ে চলেছিল। এমনকি বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকেও গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জল্পনা অনুযায়ী রাজীব বন্দ্যোপাধ্যায় শেষমেষ গেরুয়া শিবিরে যোগদান করেন। যদিও তাঁকে তৃণমূলে ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে গেছেন তৃণমূল নেতারা। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে যোগদান করার পর সম্প্রতি রাজনীতিতে ঝরা পাতা কথাটি খুব শোনা যাচ্ছে। কথাটি এসেছে তৃণমূল নেতা পার্থ চট্টপাধ্যায়ের কাছ থেকে।

রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করার পর তাঁকে ঝরাপাতার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা। এবার সেই কটাক্ষের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি কার্যালয়ের বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ঝরাপাতাকে এতো ভয় কিসের? যে টিপ্পনী করেছিলেন তাঁকে পার্থ চট্টোপাধ্যায়, তা নিয়েই এদিন তীব্র কটাক্ষ করেন রাজীব। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন জানান, তিনি ব্যক্তিগত আক্রমণ করতে কোনদিনও পছন্দ করেননি এবং তিনি আজও ব্যক্তিগত আক্রমণ করবেন না। তবে তাঁর লক্ষ্য যে শুধুমাত্র বাংলার মানুষের উন্নয়ন, সেকথা এদিন আবারও বলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গেরুয়া শিবিরে নাম লেখানো মাত্রই রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য জারি করা হয়েছে জেড ক্যাটাগরির নিরাপত্তা। রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রয়োজন কেন হল? সে প্রশ্নের উত্তরে তিনি জানান, মন্ত্রী থাকাকালীন কোনদিন পাইলট কারে ঘোরেননি তিনি। কিন্তু এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু চেয়েছেন, তাই তাঁকেও জেড ক্যাটাগরির নিরাপত্তা নিতে রাজি হতে হয়েছে। রাজীব বন্দোপাধ্যায় এদিন জানিয়েছেন, মঙ্গলবার থেকে তিনি জেলা সফর শুরু করবেন। অন্যদিকে পাশাপাশি তৃণমূলের প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় রীতিমত কড়া ভাষায় বলেন, শাসক দল বর্তমানে প্রতিপক্ষকে রাজনৈতিক শত্রু ভাবছে।

সেক্ষেত্রে বামেদের মতনই পতন হবে তাঁদের। রবিবার ডুমুরজলার সভার পর ঐ এলাকায় বিজেপি কর্মীর ওপর হামলার ব্যাপক নিন্দা করেন তিনি। সবমিলিয়ে মনে করা হচ্ছে, রাজীব বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে যাওয়ার পর তিনি যে এবার গেরুয়া শিবিরের হয়ে ব্যাটন ধরে নিয়েছেন, সে কথা স্পষ্ট হলো। পাশাপাশি ঝরাপাতা নিয়ে তিনি যেভাবে কটাক্ষ ফিরিয়ে দিলেন তা যথেষ্ট উল্লেখযোগ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। আপাতত রাজীব বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে কতটা মুখ্য হয়ে উঠতে পারেন, সেদিকেই নজর থাকবে সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!