এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ঝড়ের মোকাবিলায় এগিয়ে এলেন বিরোধী দলনেতা, করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ঝড়ের মোকাবিলায় এগিয়ে এলেন বিরোধী দলনেতা, করলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর আমফানের সময় বিধায়ক ও মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি শুধুই বিধায়ক। তবে তিনি মন্ত্রী থাকুন, আর নাই থাকুন। সাধারণ মানুষের পাশে বারবার দাঁড়াতে দেখা গেছে তাঁকে। মানুষের সাহায্যার্থে বারবার পথে নেমেছেন শুভেন্দু অধিকারী। এবার ঝড়ের মোকাবিলায় একাধিক প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। মানুষকে তিনি আশ্বস্ত করেছেন। আর এবার তিনি বৈঠক করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

গতকাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। ভার্চুয়াল মাধ্যমে করা এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, যশের আক্রমণ প্রতিহত করতে বিজেপি কর্মীরা সর্বদা কাজ করছেন। তিনি নিজে নন্দীগ্রামের সমস্ত এলাকা ঘুরে দেখে এসেছেন। গ্রামবাসীদের জীবন রক্ষা করা হলো তাঁর একমাত্র কাজ। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান তিনি।

এর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের প্রতি একাধিক ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করতে দেখা গেল শুভেন্দু অধিকারিকে। তিনি জানালেন, রাজ্যে একটা অন্য ধরনের প্রশাসন চলছে। চূড়ান্তভাবে তাঁকে অসহযোগিতা করা হচ্ছে, তারপরও তিনি চেষ্টা করছেন যে, কিভাবে কাজ করা যায়। তিনি জানালেন, নন্দীগ্রামের ২১ হাজার মানুষকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জেলা প্রশাসন। তবে তিনি আশা করছেন, এই এই কাজটি সম্পন্ন করবে জেলা প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি নিজে ১০ হাজার মানুষকে দুর্গত এলাকা থেকে অন্যত্র নিয়ে যাবার পরিকল্পনা করেছিলেন। তবে তার মধ্যে ৩ হাজার মানুষকে তিনি নিয়ে যেতে পেরেছেন। বাকিদেরও তিনি নিয়ে যেতে পারবেন বলে আশা করছেন। এছাড়া ঘরে ঘরে শুকনো খাবার বিতরণের তিনি বন্দোবস্ত করেছেন। গ্রামবাসীদের সমস্ত সুবিধে দেবার কথা চিন্তা করছেন তিনি।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমফানের স্মৃতি এখনো ভোলা যায় না। যেভাবে দুর্নীতি ও চুরি হয়েছিল আম্ফান ঝড়ের সময় তা তিনি ভোলেননি। তিনি নিজেই প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তিনি জানেন কি কি হয়েছিল। তবে যশ এর ক্ষেত্রে তা তিনি হতে দেবেন না। ত্রাণ নিয়ে যাতে কোনরকম দুর্নীতি না হয়, সে বিষয়ে নজরদারি করা হবে। তিনি সর্বদা গ্রামবাসীদের পাশে আছেন।

আবার, গতকাল এক ভিডিও বার্তায় শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, এখন তিনি রাজ্যের মন্ত্রী নন, গতবছর প্রশাসনে থেকে যে কাজ তিনি সহজে করতে পেরেছিলেন। এবার হয়তো তা তিনি করতে পারবেন না। তবে সকলের সঙ্গে তিনি রয়েছেন। সকলের সঙ্গে তিনি থাকবেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তিনি কাজ করবেন। মানুষের জীবন রক্ষা করা হবে, তাঁর প্রধান কাজ। মানুষের পাশে তিনি থাকবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!