এখন পড়ছেন
হোম > রাজ্য > ঝুলে রইল নারদ মামলা, মতভেদ ২ বিচারপতির, উচ্চতর বেঞ্চে হবে ফয়সলা

ঝুলে রইল নারদ মামলা, মতভেদ ২ বিচারপতির, উচ্চতর বেঞ্চে হবে ফয়সলা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শেষ হয়েও হইল না শেষ। নারদ মামলা নিয়ে জটিলতা যেন কাটছে না কিছুতেই। সোমবার চার হেভিওয়েট গ্রেপ্তার হওয়ার পর বুধবার এই নারদ মামলার শুনানি ছিল হাইকোর্টে। কিন্তু দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতিরা জানিয়ে দেন, বৃহস্পতিবার তার পরবর্তী শুনানি হবে। কিন্তু বৃহস্পতিবার শুনানি পর্ব স্থগিত হয়ে যাওয়ার কারণে শুক্রবার সকলের নজর ছিল হাইকোর্টের দিকে। এদিকে হাইকোর্টে আজ এই মামলার শুনানি হতে না হতেই প্রকাশ্যে চলে এল দুই বিচারপতির মতভেদ।

যেখানে বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত হেভিওয়েটদের জামিনের পক্ষে মত দিলেও, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল তার বিপক্ষে সওয়াল করেন। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি হবে নারদ মামলার ভবিষ্যৎ, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। অবশেষে দুই বিচারপতির মতভেদ থাকা সত্ত্বেও সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দির নির্দেশ দেন বিচারপতিরা। অর্থাৎ তাদের তাঁদেরকে এখন গৃহবন্দী হয়েই থাকতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, চার হেভিওয়েট যাতে জামিন পান, তার জন্য প্রথম থেকেই চেষ্টা শুরু করেছিল রাজ্যের শাসকদল। পোড়খাওয়া দুই আইনজীবীকে নিয়ে এসে হাইকোর্টে সিবিআইয়ের বিরুদ্ধে সওয়াল-জবাব চালাতে সক্ষম হয়েছিল ঘাসফুল শিবির। একইভাবে সিবিআইয়ের পক্ষ থেকেও চেষ্টা চালানো হয়েছিল। আর এই পরিস্থিতিতে শুক্রবার সকলের নজর ছিল হাইকোর্টের দিকে।

শেষ পর্যন্ত নারদ মামলার ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়ায়, তা হাইকোর্টের আজকের শুনানির মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে বলে মনে করেছিল সকলে। কিন্তু এই পরিস্থিতিতেও নারদ মামলার জটিলতা সম্পূর্ণরূপে শেষ হল না। দুই বিচারপতির মতভেদে চার হেভিওয়েটকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হল। সেদিক থেকে তাদের জামিনের ব্যাপারে কিছুটা হলেও জটিলতা তৈরি হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, নারদ মামলা জটিলতা যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা রায়দান করার সময় বিচারপতিদের মতভেদ থেকেই কার্যত পরিষ্কার। যেভাবে দুই বিচারপতি কেউ অভিযুক্তদের জামিনের পক্ষে, আবার কেউ বা অভিযুক্তদের জামিনের বিপক্ষে দ্বিধাবিভক্ত হয়ে গেলেন, তাতে এই দৃশ্য দেখে হতবাক অনেকেই। বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।

কিন্তু একদিন স্থগিত হয়ে যাওয়ার পর নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। আর এবার শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার সময় দুই বিচারপতির মতভেদ নয়া দৃষ্টান্ত স্থাপন করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত গৃহবন্দি থাকার মত নির্দেশ পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়রা।

তবে ইতিমধ্যেই অভিযুক্তদের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দিয়েছেন, তারা উচ্চতর বেঞ্চে জামিনের জন্য আবেদন করবেন। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। সেদিক থেকে অভিযুক্তদের জামিনের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়, কোথায় গিয়ে দাঁড়ায় গোটা পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!