এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার বড়সড় আন্দোলনের পথে জীবিকা সেবকরা, টনক নড়বে কি সরকারের?

এবার বড়সড় আন্দোলনের পথে জীবিকা সেবকরা, টনক নড়বে কি সরকারের?


এবার বি আর জি এফ ফান্ডের টাকা বন্ধ হয়ে যাওয়ায় প্রবল আন্দোলনের ঘনঘটার মেঘ দেখা যাচ্ছে এরাজ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া 11 টি জেলার উন্নয়নের জন্য বিগত কেন্দ্রের ইউপিএ সরকার ব্যাকওয়ার্ড রিজিওন গ্র্যান্ট ফান্ড বা বিআরজিএফ ফান্ড নামে একটি প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। যাদের কে এক কথায় জীবিকা সেবক বলেই অভিহিত করা হত।

জানা গেছে, এদের কাজই ছিল বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করা। যেমন, পানীয় জল, স্বাস্থ্যপরিসেবা, রাস্তা, কালভার্ট, ছোট ব্রিজ ইত্যাদি কাজ কতটা সম্পন্ন হয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট জায়গায় জমা দেওয়া। আর এই কাজের জন্য তারা মাসিক সাড়ে সাত হাজার টাকা করে বেতন পেতেন।

কিন্তু বিগত 2014 সালে সেই কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্যের এই বিআরজিএফ প্রকল্পের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রের তরফে। আর এরপরই কার্যত দিশেহারা হয়ে পড়েন এই প্রকল্পের জন্য কর্মরত রাজ্যের 922 জন ব্যক্তি।

হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যাওয়ায় তারা বিভিন্ন সময় কেন্দ্রের কাছে দাবি জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই ব্যাপারে আবেদন জানান। এদিকে জীবিকা সেবকদের আবেদনে সাড়া দিয়ে চলতি বছরের 26 শে মার্চ পৌলানের প্রশাসনিক বৈঠকে এই জীবিকা সেবকদের ব্যাপারটি খতিয়ে দেখার জন্য সৌরভ কুমার দাসকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এমনকি বিআরজিএফের টাকা বন্ধ হয়ে যাওয়ায় কিভাবে এই জীবিকা সেবকদের রাজ্যের অন্যান্য প্রকল্পের কাজে লাগানো যায় সেই ব্যাপারেও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু এর পরও কাজের কাজ কিছুই হয়নি।

বর্তমানে 19 মাস ধরে বেতন না পেয়ে সংসার কিভাবে চলবে সেই নিয়ে প্রবল চিন্তায় রয়েছেন এই প্রকল্পের কর্মীরা। জানা গেছে, পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুক লাইভে দেখে এক বিআরজিএফ কর্মী তো বলেই ফেলেন যে, “দিদি, আমরা কিভাবে পুজোর দিনগুলো কাটাবো? শূন্য পকেটে কিছু একটা করুন!” তবে তাদের এত আবেদন ও অনুরোধের পরও রাজ্য কিংবা কেন্দ্র কেউ কোনো পদক্ষেপ গ্রহন না করায় এবার কঠিন আন্দোলনে নামতে চলেছেন সেই বিআরজিএফ প্রকল্পের আওতায় থাকা কর্মীরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, আগামী 19 তারিখ রাজ্য পঞ্চায়েত সদর দপ্তর সল্টলেক সেক্টর 3 তে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানানোর পাশাপাশি আমরণ অনশন কর্মসূচি পালন করতে চলেছে তারা। আর দীর্ঘ 19 মাস ধরে মাইনে না আসায় এই বিআরজিএফ কর্মীদের আন্দোলন যে এবার প্রশাসন কে নিঃসন্দেহে ভাবিয়ে তুলবে সেই ব্যাপারে নিশ্চিত প্রত্যেকেই। তবে শেষ পর্যন্ত এই জীবিকাসেবকগণের আন্দোলনে জেরে আদৌ রাজ্য এবং কেন্দ্র তাদের বেতনের ব্যাপারে কোনো চিন্তাভাবনা করে কিনা এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!