এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ” জীবন সংশয়ের আশঙ্কা ” করে ফেসবুক পোস্ট হেভিওয়েট নেতার, জল্পনা তুঙ্গে !

” জীবন সংশয়ের আশঙ্কা ” করে ফেসবুক পোস্ট হেভিওয়েট নেতার, জল্পনা তুঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রাচীনতম পুরসভা গুলির মধ্যে একটি হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর-মজিলপুর পুরসভা। প্রায় দেড়শো বছরের পুরনো এই পুরসভা। মাঝে অল্প ছেদ পড়লেও, দীর্ঘসময় ধরে এই পুরসভা কংগ্রেসের দখলে রয়েছে। অনেকে বলে থাকেন, সম্ভবত এটিই রাজ্যের একমাত্র কংগ্রেস পরিচালিত পুরসভা। সম্প্রতি জয়নগর- মজিলপুর পুরসভার প্রশাসক সুজিত সরখেল তাঁর এক ফেসবুক পোস্টে নিজের জীবন হানির আশঙ্কা ব্যক্ত করেছেন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে।

সম্প্রতি জয়নগর- মজিলপুর পুরসভার প্রশাসক সুজিত সরখেল তাঁর এক বিশেষ ফেসবুক পোস্টে লিখেছেন, ” গায়ের জোরে জয়নগর – মজিলপুর পৌরসভার ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মত্ত বিরোধী রাজনৈতিক দলের হাতে যে কোনও সময় জীবন সংশয়ের আশঙ্কা করছি।” তিনি আরো অভিযোগ করেছেন যে, জয়নগর-মজিলপুর পৌর ভবনের ভিতরে শাসক দল তৃণমূলের স্থানীয় নেতারা ও দলের বেশ কিছু কর্মী অসভ্য আচরণ করতে শুরু করেছেন। অনেক সময় জোর করে দরজা বন্ধ করে দিচ্ছেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেস নেতা সুজিত সরখেলের উপর এমন ধরনের নির্যাতন ও তাঁর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে প্রায় ১৫০ বছরের পুরনো হল এই পুরসভা। বাম শাসনকালেও এই পুরসভা দীর্ঘ সময় ধরে কংগ্রেস শাসিত। গত ১৯৮১ সালে এই পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন প্রশান্ত সরখেল। তাঁর হাত ধরে এরপর টানা ৩০ বছর কংগ্রেস এই পুরসভা ধরে রাখতে পেরেছিল। এরপর গত ২০১৪ এই পুরসভা তৃণমূল- এসইউসি জোট দখল করেছিল। তখন ফরিদা বেগম শেখ পুর প্রধান হন। তিনিই প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রধান এই পুরসভার। এরপর গত ২০১৪ সালে আবার পুরসভা কংগ্রেসের দখলে চলে যায়। তখন সুজিত সরখেলকে এখানকার চেয়ারম্যান করা হয়। এখন তিনি পুর প্রশাসক।

জয়নগর পুর এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন যে, কংগ্রেস পরিচালিত এই পুরসভাটি দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে তৃণমূল। কিন্তু সুজিত বাবুর জনপ্রিয়তার কারণে তৃণমূল কিছুতেই দখল নিতে পারছে না। তাই এখন তাঁর ওপর হামলার চক্রান্ত করছে তৃণমূল। ‘কাজের মানুষ’ বলে পরিচিত সুজিত বাবু যেভাবে তাঁর জীবন হানীর আশঙ্কা প্রকাশ করেছেন, তাকে কেন্দ্র করে পুর এলাকায় চরম উত্তেজনা ময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদলের নেতা-কর্মীদের নামে এই অভিযোগ ওঠায় যথেষ্ট অস্বস্তিতে শাসকদল তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!