এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেলার স্বাস্থ্যপরিষেবা ভেঙে পড়ার অভিযোগে জেলার স্বাস্থ্যঅধিকর্তাদের অপসারণ চেয়ে চিঠি তৃণমূল সাংসদের

জেলার স্বাস্থ্যপরিষেবা ভেঙে পড়ার অভিযোগে জেলার স্বাস্থ্যঅধিকর্তাদের অপসারণ চেয়ে চিঠি তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমাগত আশঙ্কাজনক হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই রাজ্যজুড়ে রেকর্ডহারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য জুড়ে হাসপাতালের অব্যবস্থা, ভ্যাকসিনের অভাব, অক্সিজেন চাহিদা চোখে পড়ছে। করোনা পরিস্থিতি সামাল দিতে গতকাল থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে আংশিক লকডাউন। কিন্তু এর মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পেলেন তমলুকের তৃণমূল সাংসদের চাঞ্চল্যকর চিঠি।

রাজ্যজুড়ে যখন করোনা পরিষেবা দেবার প্রাণান্তকর চেষ্টা চালানো হচ্ছে, ঠিক সে সময় পূর্ব মেদিনীপুর জেলার দুই স্বাস্থ্যকর্তা যে জেলার করোনা পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ এই অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। দুই স্বাস্থ্যকর্তার অপসারণ চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন তৃণমূলের অন্যতম সংসদ দিব্যেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই এই চিঠি সমালোচকদের কাছে বাড়তি গুরুত্ব পেয়েছে, কারণ দিব্যেন্দু অধিকারী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বৃহস্পতিবার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। যেখানে তিনি লিখেছেন, করোনার দ্বিতীয় ঢেউ যখন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তখন পূর্ব মেদিনীপুরের সরকারি স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার সামিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছেনা। জেলার সরকারি হাসপাতালগুলোর বেশিরভাগেই জেলার স্বাস্থ্যকর্তাদের উদাসীনতা এবং নিয়মানুবর্তিতার অভাব বয়ে বেড়াচ্ছে। পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ।

অবিলম্বে এই দুই জেলা স্বাস্থ্যকর্তার অপসারণ দাবি করেছেন দিব্যেন্দু অধিকারী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ন স্বরূপ নিগমকেও তিনি মুখ্যসচিবকে লেখা চিঠির অনুলিপি পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে জেলার দুই স্বাস্থ্যঅধিকর্তার অপসারণ চেয়ে স্বয়ং তৃণমূল সাংসদ যে দাবি করেছেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আপাতত দেখার, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই চিঠির প্রত্যুত্তরে কি উত্তর দেন তৃণমূল সাংসদকে। তৃণমূল সাঙ্গসদের অভিযোগ পেয়ে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সরকারীভাবে সে দিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!