এখন পড়ছেন
হোম > জাতীয় > জিওকে টেক্কা দিতে দুর্দান্ত অফার আনলো এয়ারটেল – রিচার্জ করুন আর পান ৪ লক্ষ টাকা

জিওকে টেক্কা দিতে দুর্দান্ত অফার আনলো এয়ারটেল – রিচার্জ করুন আর পান ৪ লক্ষ টাকা


রিলাইন্স জিও আসার পর বড় বড় টেলিকম সংস্থাগুলি প্রায় উঠে যেতে বসেছিল। সস্তায় ডেটা, আনলিমিটেড ফ্রি কল, ভয়েস কল, এসএমএস নানারকম অফার দেওয়া হয়েছিল জিওর এর তরফ থেকে।দেওয়া হয়েছে একের পর এক ধামাকা অফার। আর এর ফলে গ্রাহকরা সবাই অন্য টেলিকম সংস্থার ছেড়ে ভিড় জমাচ্ছে জিওতে। মাথায় হাত পড়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে অন্য টেলিকম সংস্থাগুলির।

কিন্তু এবার ঘুরে দাঁড়াতে এয়ারটেল এক অবিশ্বাস্য অফার নিয়ে এলো। জানা যাচ্ছে এবার থেকে ৫৯৯ টাকা রিচার্জ করলে মিলবে চার লক্ষ টাকার পর্যন্ত জীবন বীমা সুরক্ষা। জানা যাচ্ছে প্রিপেড গ্রাহকদের জন্য এই নতুন অফার আনছে এয়ারটেল। প্যাকেটের মূল্য হচ্ছে ৫৯৯ টাকা এবং তাতে সমস্ত রকম সুবিধা থাকছে।

এই প্যাকটি রিচার্জ করলে প্রতিদিন ২জিবি করে ৪ জিবি ডাটা ফ্রি পাওয়া যাবে। এ ছাড়া সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। তাছাড়া এয়ারটেলের পরিষ্কার বলে দিয়েছেন তাদের এ আনলিমিটেড ফ্রি কল পরিষেবা কোন রকম কোন লুকানো খরচ নেই। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে। পুরো ৮৪ দিনের জন্য এই প্যাকটি পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই শেষ নয় এর সঙ্গে যে দুর্দান্ত অফারটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এয়ারটেলের ৫৯৯ টাকা রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন ৪ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমার সুরক্ষা। এর জন্য আপনাকে রিচার্জ করার পরে এয়াটেল থ্যাংকস-অ্যাপে গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে তাহলেই কেল্লা ফতে। এছাড়া এসএমএসের মাধ্যমে বীমা চালু করা যাবে, তাছাড়া নিকটবর্তী এয়ারটেল সিম চালু করা যাবে।

এর জন্য এয়ারটেল এই বিমার জন্য একটি লিখিত নথিও বাড়িতে পাঠিয়ে দেবে। জানা যাচ্ছে এয়ারটেল ভারতী-অ্যাক্সা লাইফ ইনসুরেন্সের সঙ্গে একটি চুক্তি করেছে যার কারণে এই টাকা জগতেও কোনো অসুবিধায় পড়তে হবে না এয়ারটেলকে। যে কোনো ১৮-৫৪ বছর বয়সি গ্রাহক এই সুবিধা পাবেন। সংশ্লিষ্ট মহল মনে করছে এর ফলে গ্রাহকরা এয়ারটেলের দিকে ছুটবে আর জিয়াকে ভালোমতোই টেক্কা দেবে। আর এর ফলে কিছুটা হলেও যে জিওর কপালে চিন্তার ভাজ পড়তে শুরু করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!