এখন পড়ছেন
হোম > রাজ্য > জিওর এবার নতুন চমক – গাঁটছড়া বাঁধল এসবিআইএর সাথে, থাকতে চলেছে একগুচ্ছ সুবিধা

জিওর এবার নতুন চমক – গাঁটছড়া বাঁধল এসবিআইএর সাথে, থাকতে চলেছে একগুচ্ছ সুবিধা


রিলায়েন্স জিও পেমেন্টস ব্যাঙ্ক এবার জোট বাঁধলো ভারতীয় স্টেট ব্যাঙ্কের সাথে। এর ফলে এখন রিয়ালেন্স জিও হোক অথবা ভারতীয় স্টেট ব্যাঙ্ক দুই সংস্থার গ্রাহকেরা একটি বিশেষ সুবিধা পেতে চলেছেন। দেখে নেওয়া যাক ঠিক কী সুবিধা পেতে চলেছেন গ্রাহকেরা।

ভারতীয় স্টেট ব্যাঙ্কের ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা “SBI YONO” যুক্ত হলো মাই জিও প্লাটফর্মে এর ফলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকেরা একদিকে যেমন অনায়াসেই মাই জিও অ্যাপের মাধ্যমে ঘরে বসেই তাঁদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের সুযোগ সুবিধা নিতে পারবেন ।  অন্যদিকে জিও ফোন কেনার সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকেরা বিশেষ অঙ্কের ছাড় পাবেন। এই পরিষেবা উন্নত মানের করার জন্যে জিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) জন্য নেটওয়ার্ক কানেক্টিভিটি সুবিধা প্রদান করবে বলেও জানা গিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এই প্রসঙ্গে ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) চেয়ারম্যান , রাজনীশ কুমার বললেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ভারতের সব থেকে বড় ব্যাঙ্ক যা ভারতের সব থাকে বড় মোবাইল নেটওয়ার্ক এর সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এবং এই জোট বাঁধার ফলে এই দুই সংস্থার গ্রাহকেরাই সমানভাবে উপকৃত হবে বলেও তিনি মনে করছেন। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এর চেয়ারম্যান মুকেশ আম্বানি এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, জিও ভালো পরিষেবা ও ডিজিটাল টেকনোলজি উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ । ভারতীয় স্টেট ব্যাঙ্কের সাথে জিও জোট বাঁধার ফলে তাঁরও মতে দুই সংস্থার গ্রাহকেরাই সমানভাবে উপকৃত হবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!