এখন পড়ছেন
হোম > অন্যান্য > জিও-র পর দুর্দান্ত তিনটি প্যাক নিয়ে হাজির BSNL! সঙ্গে রয়েছে আরও সুবিধে? জানুন বিস্তারিত

জিও-র পর দুর্দান্ত তিনটি প্যাক নিয়ে হাজির BSNL! সঙ্গে রয়েছে আরও সুবিধে? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে বাড়ি বসেই অনলাইন চলছে সবকাজ। তাই ইন্টারনেটের চাহিদা বেড়েছে। সেই সুযোগে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসা বাড়াতে অনেকগুলি অফার নিয়ে এতদিন আমাদের সামনে এসেছে এয়ারটেল, জিও-র মত টেলিকম সংস্থাগুলি। তবে এবার BSNL তাদের সঙ্গে পাল্লা দিতে নিয়ে এলো নতুন তিনটি ডেটা প্যাক।

এই তিনটি প্যাকে শুধু মাত্র ডেটা মিলবে বলেই জানানো হয়েছে। কোনরকম কলিংয়ের সুবিধা এখনই দিচ্ছে না টেলিকম সংস্থাটি। এখানে রয়েছে তিনটি ডেটা প্যাক। আপাতত পাঞ্জাবে এই প্ল্যানগুলি কার্যকর রয়েছে। এই প্ল্যানের প্রতি ক্ষেত্রেই অবশ্য ৫০mbps স্পিড পাওয়া যাবে বলে জানা গেছে।
* ৪৯০ টাকার প্যাক:- এখানে পাওয়া যাবে ২০০ জিবি ডেটা। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে যাবে। সেক্ষেত্রে ৪০এমবিপিএস গতি হবে। এই প্ল্যানের বৈধতা ১ মাস।

* ৫৯০ টাকার প্যাক:- এখানে পাওয়া যাবে ৩০০ জিবি ডেটা। এরও বৈধতা শেষ হয়ে গেলে গতি কমে যাবে। এই প্ল্যানের বৈধতা ১ মাস।
* ৬৯০ টাকার প্ল্যান:- এখানে আপনি পেয়ে যাবেন ৩০০ জিবি ডেটা। এর বৈধতাও ১ মাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও প্রতি বাড়িতে ইন্টারনেট ব্যবস্থা নিয়ে আসার জন্য BSNL চালু করলো ‘BookMyFiber’ এই নতুন পোর্টালটি। বাড়ি বসে অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন সুবিধে। সেক্ষেত্রে আপনার BSNL অফিসিয়াল পোর্টাল থেকে এই নতুন পোর্টালে যান।ওয়েবসাইটটি এরপর নিজে থেকেই আপনার এলাকা ডিটেক্ট করে নেবে। আপনাকে শুধু পিন কোড, মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস দিতে হবে৷ তারপর আপনার কাছাকাছি অঞ্চলের BSNL আধিকারিকরা আপনাকে ফোন করে নেবে। এরপর নির্দিষ্ট সময়ে আপনার বাড়ি পৌঁছে যাবে এই পরিষেবা।

 

অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় BSNL-এর এই পোর্টালের খরচ অনেকটাই কম। সর্বোচ্চ প্ল্যানটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা এবং এই প্ল্যানে সর্বোচ্চ ২০০ মেগাবাইট প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পাওয়া যাবে। তবে সবচেয়ে কম দামে রয়েছে ৪২৯ টাকা।তবে কিছুদিন আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায় অসন্তোষ দেখা দিয়েছিল bsnl আধিকারিকদের মধ্যে। তবে এবার এই নতুন প্ল্যানগুলো দিয়ে তারা গ্রাহকের মন জয় করে নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!