এখন পড়ছেন
হোম > অন্যান্য > জিও-ফেসবুকের মেলবন্ধনে এবার কপাল খুলতে চলেছে পাড়ার ছোট মুদিখানা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের

জিও-ফেসবুকের মেলবন্ধনে এবার কপাল খুলতে চলেছে পাড়ার ছোট মুদিখানা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের


রিলায়েন্স জিও টেলিকম ইতিমধ্যে ভারতে একটা বিশাল নাম করেছে তা নিঃসন্দেহে সত্যি। আর এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্যক্ষেত্রে আসছে ব্যবসা বাড়াতে। বাজারে গিয়ে এখন আর জিনিসপত্র কেনার দরকার খুব একটা পড়েনা। কারণ বাড়িতে ই-কমার্স সাইটগুলোর মাধ্যমে এক নিমেষেই হাজির হয়ে যায় শাকসবজি থেকে মশলাপাতি মায় সমস্ত প্রয়োজনীয় দ্রব্যাদি। এবার ঘরে ঘরে জিনিস পৌঁছে দেওয়ার দৌড়ে নেমে পড়ল রিলায়েন্স জিও।

বাজারে আসছে তাদের নতুন ইকমার্স প্ল্যাটফর্ম জিও মার্ট। অনলাইন ই-কমার্স বাজারে এবার গ্রোসারি ডেলিভারি প্লাটফর্ম হিসেবে জিও মার্ট বাজারে আসতে চলেছে ফেসবুক জিওর চুক্তির পর। সূত্রের খবর, জিও মার্ট বিশেষ করে পাড়ার ছোট মুদিখানা্র দোকানগুলিকে অনলাইন প্লাটফর্মে আনতে চলেছে। যার জন্য হোয়াটসঅ্যাপকে কাজে লাগানো হবে বলে জানা গেছে। গতকাল ই-কমার্সের বাজারে নতুন দিগন্তের সূচনা করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গের চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।

এই মুহূর্তে বিশ্ব অর্থনীতিতে সবথেকে বড় আলোচ্য বিষয় ফেসবুক-জিও চুক্তি। এই চুক্তিতে রিলায়েন্স রিটেল ব্যবসাও আছে বলে জানা গেছে। এই চুক্তি অনুযায়ী এবার থেকে স্থানীয় মুদির দোকান, হকার জিও মার্টে রেজিস্টার করতে পারবেন। রেজিস্টার করার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁরা অর্ডার পাবেন এবং জিও মার্টের মাধ্যমে গ্রাহকদের বাড়িতে তাঁদের সামগ্রী পৌঁছে যাবে বলে জানা গেছে। ফলে মনে করা হচ্ছে, ছোট ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা এবার ধীরে ধীরে বাড়াতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ, বর্তমানে স্থানীয় দোকানদার বা হকারদের গ্রাহক ছোট জায়গার মধ্যেই সীমাবদ্ধ বা বলা ভাল, স্থানীয় এলাকাতেই সীমাবদ্ধ থাকে। জিও মার্টে রেজিস্টার করার ফলে দূরের গ্রাহকরাও তাঁদের খরিদ্দার হয়ে উঠবে। আর এর পরিবর্তে হোয়াটসঅ্যাপ এর ব্যবসা ভারতে আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। যেহেতু জিও মার্ট ব্যবহার করার জন্য হোয়াটসঅ্যাপকেই প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিতে হচ্ছে, তাই বলাই বাহুল্য হোয়াটসঅ্যাপের ব্যবসা বাড়বে ভারতে।

এ প্রসঙ্গে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এদিন জানিয়েছেন, ‘ভারতের ডিজিটাল ইকোসিস্টেমকে অন্যমাত্রা দিতে ও প্রতিটি ভারতবাসীর উপকারের জন্য ফেসবুক-এর সঙ্গে এই চুক্তিতে রিলায়েন্স আরও সমৃদ্ধ হল। এই দীর্ঘনেয়াদী সম্পর্ক জারি থাকবে। জিও ও ফেসবুক-এর এই গাঁটছড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ভারতের স্বপ্নকে আরও বাস্তব রূপ দেবে। এই চুক্তির দুটি উদ্দেশ্য, সহজ ভাবে বাঁচা ও সহজ ভাবে ব্যবসা করা।’ তিনি আরো জানিয়েছেন, ‘জিওমার্ট ও হোয়াটসঅ্যাপ মিলে দেশের ৩ কোটি পাড়ার ছোট মুদির দোকানকে আর্থিক ভাবে আরও স্বচ্ছল করবে।’

এতদিন পর্যন্ত আমাজন, ফ্লিপকার্ট দেশে ই-কমার্স ব্যবসায় একচ্ছত্র আধিপত্য গড়ে গেছে। এবার তাঁদেরকে টেক্কা দিতে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে এলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যেই জিও মার্টে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বলে জানা গেছে। তবে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে মুম্বাইতে শুধু এই পরিষেবা চালু হচ্ছে। ধীরে ধীরে গোটা দেশেই কয়েকদিনের মধ্যে পরিষেবা চালু হয়ে যাবে জিও মার্টের পক্ষ থেকে। অন্যদিকে টেলিকম ব্যবসায় চূড়ান্ত সাফল্যের পর এবার ই কমার্স সাইটের নতুন ব্যবসার প্রতি যথেষ্ট আশাবাদী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!