এখন পড়ছেন
হোম > অন্যান্য > জিও গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার ১ মাস ধরে পাবেন ফ্রি ইন্টারনেট! কিভাবে জানুন বিস্তারিত

জিও গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার ১ মাস ধরে পাবেন ফ্রি ইন্টারনেট! কিভাবে জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন মাসে নতুন আনলক ৪ শুরু হয়েছে। সেই সঙ্গে এই মাস থেকে নতুন করে চালু হচ্ছে বিভিন্ন সেক্টর। কাজের জায়গা, হোটেল মেট্রো। তবে এই মাসে আপনার জীবনে যে অনলাইন সুবিধে অনেকটা বেড়ে গেছে সেটার খেয়াল রাখেন কি? সৌজন্যে সেই রিলায়েন্স। এই বছর যার একের পর এক ধামাকা অফারে বাকি টেলিকম সংস্থাগুলো কুপোকাত হয়ে গেছে।

এই বছর জন্মাষ্টমী হোক কি স্বাধীনতা দিবস, প্রতিটা উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে রিলায়েন্স এনেছিল অনেকগুলো অফার। প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে ফ্রী ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কল অনেক সুবিধাই এনেছিলো জিও। এবার সেই তালিকায় যুক্ত হল এক নতুন আকর্ষণীয় অফার। যায় মাধ্যমে গ্রাহক মাসে ৩৯৯ টাকা JioFiber- এ রিচার্জ করেই পেয়ে যাবেন একগুচ্ছ সুবিধা।

করণা আবহে আজ প্রত্যেক মানুষই বাড়িতে হয়তো অনলাইনে work-from-home করছেন বা বাড়ি বসে ওটিটি প্লাটফর্মে সিনেমা দেখে সময় কাটছে। তবে বাড়িতে বসে কাজ করলেও রাতে অল্প সময়ের জন্য অনলাইনে কিছু দেখার ইচ্ছে করে না এমন মানুষ নেই। ফলত অতিরিক্ত ডেটা লাগবে সেটা জানা কথা। আর তাই সম্প্রতি সেই সমস্ত মানুষদের জন্যই নতুন ইন্টারনেট ব্যবস্থা নিয়ে আসছে জিও। মনে করা হচ্ছে, সাধারণত এই সময় গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্যই এমন আকর্ষনীয় অফার নিয়ে আসার প্রবণতা দেখা দিচ্ছে। জিও ফাইবারে এই সুবিধে পেতে সম্প্রতি ৩৯৯, ৬৯৯ এবং ৯৯৯ এবং ১৪৯৯ টাকার বিশেষ প্ল্যানের ঘোষণা করেছে জিও। তবে কোন প্ল্যানের কি সুবিধে সেটা দেখে নেওয়া যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ও ডায়মন্ড এই চারটি প্যাক আছে চারটি দামের। ৩৯৯ ও ৬৯৯ টাকার ব্রোঞ্জ ও সিলভার প্যাকে থাকছে যথাক্রমে ৩০এমবিপিএস ডেটা এবং ১০০এমবিপিএস ডেটা। এছাড়া আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়া ডায়মন্ড প্যাকটির মূল্য হচ্ছে ১,৪৯৯ টাকা। এতে রিচার্জ করলে ইউজার মোট ১২টি ডিজিটাল প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। যার মধ্যে রয়েছে নেটফ্লিক্স, আমাজম প্রাইম, ডিসনি প্লাস হটস্টার, সোনি লিভ-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মগুলি। এর ১৫০ এমবিপিএস ডেটার সঙ্গে থাকবে আনলিমিটেড ক্যালিংয়ের সুবিধে।

এছাড়া ৯৯৯ টাকার গোল্ড প্যাকে পাওয়া যাবে ১১টি ডিজিটাল প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। শুধু তাই নয়, প্রথমবার রিচার্জের পর গ্রাহক ৩০ দিন বিনামূল্যে ডেটা ব্যবহার করতে পারবেন বলেও জানা গেছে। এছাড়া নতুন গ্রাহকদের ট্রায়ালের জন্য একটি 4K সেট টপ বক্স দেওয়া হবে, যাতে ১০টি OTT প্ল্যাটফর্মের প্রোগ্রাম দেখা যাবে। ট্রায়ালে এই পরিষেবা পছন্দ না হলে পরে তা ফিরিয়েও দিতে পারেন গ্রাহক। এর জন্য গ্রাহককে অতিরিক্ত টাকা খরচও করতে হবে না বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার। তাহলে নতুন মাসে জিওর নতুন সুবিধে নিতে আর দেরি করবেন না। আজই আপনার নিকটবর্তী জিও স্টোরে যোগাযোগ করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!